Navigation Menu

বুধবার, ২৬ জুন, ২০১৩

আগুনেও পুড়বে না কাগজপত্র

আমরা সবাই জানি,কাগজে একবার আগুন ধরলে তা একদম পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু কেমন হয় যদি আগুনেও কাগজ না পোড়ে? আগুনেও কাগজ যাতে না পোড়ে এবং দরকারি ডকুমেন্ট যাতে সহজে সংরক্ষণ করা যায় তার জন্য ছোট্ট একটি ট্রিক্সঃ

 

 

 

 

 

উপকরণঃ

  • ফিটকিরি

  • পানি

  • কাগজ

 

কার্যপ্রণালীঃ

  • প্রথমে খানিকটা ফিটকিরি পানিতে গুলিয়ে নিন।

  • এবার কিছু কাগজ তাতে ভিজান।

  • ভিজানোর পর শুকিয়ে ফেলুন।

  • তারপর আবার ভিজিয়ে শুকান।

  • এভাবে কয়েক বার করুন বার করুন। ৩/৪ বার করলে ভাল হয়।

  • ফাইনাল শুকানোর পর তাতে কিছু লিখার থাকলে লিখুন।

  • এরপর ঐ কাগজটা আগুনে ধরুন।

  • দেখুন কাগজটি আগুন এ পুড়বে না।


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন