Navigation Menu

রবিবার, ২৪ মার্চ, ২০১৩

এ্যানার্জী সেভিং বাণ্বের সাধারণত সার্কিট ঠিক থাকে বাল্ব এর গ্যাস শেষ হয় বা ফিলামেন্ট কেটে যায়। তাই আপনি এর সার্কিটটি কাজে লাগাতে পারেন।প্রথমে বাল্বটিকে ওপেন করুন দেখুন চারটি তার বের হয়ে বাল্বের দুই দিকে যুক্ত হয়েছে।

এই চারটি তার একটি টিউব লাইটের দুই দিকে যুক্ত করুন যে ভাবে লাগানো ছিল, বাল্ব (এনার্জী) হতে তার বিচ্ছিন্ন করুন টেপ লাগিয়ে দিন ব্যাস হয়ে গেল সাপ্লাই দিন দেখুন বাল্বটি জ্বলতে থাকবে।

মজার ব্যাপার হল:
* টিউবলাইট ২০ ওয়াটের হলেও বিদ্যুৎ খরচ হবে ১০ ওয়াট ।
* বাজারে ১০০-২০০ টাকায়  যে সকল ইলেকট্রনিক্স ব্যালাষ্ট পাওয়া যায় তার চেয়ে স্থায়িত্ব অনেক বেশী।
তবে ক্ষেত্রবিশেষে আলো একটু কম হতে পারে। যত ওয়াটের এ্যানার্জী বাল্ব তত ওয়াটের টিউব লাগানোটাই শ্রেয়। বাজারে ৪০-৬০টাকা দামের এ্যানার্জী বাল্ব পাওয়া যায় তার সার্কিট দিয়ে ফলাফল মোটেও ভাল পাওয়া যাবেনা।
.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন