Navigation Menu

রবিবার, ২৪ মার্চ, ২০১৩

আস্সালামু আলাইকুম । ক্যামন আছেন আপনারা । আশা করি ভালো আছেন । প্রথমে ধন্যবাদ জানাচ্ছি টেকটিউনস এর পরিবারকে ।
  • আজকের পোস্টের টাইটেলটা তো দেখেই পোস্টা দেখতে এসেছেন । তো আমি আজ আপনাদের দেখাবো কি ভাবে নিজের নম্বর হাইড করে কল দিতে হয় ।
  • এটা সকল ফোনে কাজ নাও করতে পারে । তাই কারো যদি কাজ নাও করে তাহলে বাজে কমেন্ট করবেন না । আর কারো যদি কাজ করে তাহলে একটিবার একটা ধন্যবাদ দিবেন এবং নিয়মিত টেকটিউনেসের সাথে থাকবেন ।
  • তো আসুন দেখি কি ভাবে এটা করতে হয় ।
    প্রথমে আপনার ফোন থেকে নিচের যেকোন নাম্বারে কল দিন ।
  • *#31#
  • *#30#
  • এবার দেখুন একটা ম্যাসেজ আসছে । ব্যাস কাজ শেষ ।
  • এবার কান্খিত নম্বরে কল দিন দেখুন তার ফোনে আর আপনার নম্বর দেখা যাচ্ছেনা । সে শুধু দেখবে একটা কল এসেছে ।
  • কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন