Navigation Menu

বুধবার, ২৭ মার্চ, ২০১৩

আপনাকে আর পিসি নিয়ে দোকান দোকানে ঘুরে বেড়াতে হবেনা এখন আপনি আপনার পিসির সমস্যার সমাধান করতে পারবেন।

পিসি ON করার পর যখন স্টার্টআপ ডিসপ্লে আসে তখন একটি বিপ শব্দ শোনা যায়। যদি এয় শব্দ একাধিক বার হয় আর যদি ডিসপ্লে না আসে তাহলে Ram, graphics card, processor এর কারনে হতে পারে।
এটা বেশির ভাগ Ram এর কারনেয় হয়ে থাকে,তাই প্রথমে আপনার Ram টিকে খুলে ভালো ভাবে পরিস্কার করে লাগিয়ে দেখুন তারপরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে Graphics card (যদি থাকে) processor ভাল ভাবে পরিস্কার করে লাগিয়ে ফেলুন, এবং লক্ষ্য রাখুন যে পিসি on করার সময় সব ফ্যান চালু আছে কিনা।
যদি সব ঠিক থাকে কিন্তু পিসিতে ডিসপ্লে আসে না তাহলে এটা 90% ram এর সমস্যা। এ ক্ষেত্রে আপনাকে Ram change করতে হবে।
সতর্কতাঃ ১/অতি সাবধানের সাথে ও ঠাণ্ডা মাথাই Ram, Graphics card, Processor খুলবেন।
২/লক্ষ রাখবেন ঠিক যেয় ভাবে খুলবেন ঠিক সেয় ভাবে লাগাবেন।
বিপ স্পিকার থাকলেয় বিপ সব্দ দিবে।

রবিবার, ২৪ মার্চ, ২০১৩

আস্সালামু আলাইকুম । ক্যামন আছেন আপনারা । আশা করি ভালো আছেন । প্রথমে ধন্যবাদ জানাচ্ছি টেকটিউনস এর পরিবারকে ।
  • আজকের পোস্টের টাইটেলটা তো দেখেই পোস্টা দেখতে এসেছেন । তো আমি আজ আপনাদের দেখাবো কি ভাবে নিজের নম্বর হাইড করে কল দিতে হয় ।
  • এটা সকল ফোনে কাজ নাও করতে পারে । তাই কারো যদি কাজ নাও করে তাহলে বাজে কমেন্ট করবেন না । আর কারো যদি কাজ করে তাহলে একটিবার একটা ধন্যবাদ দিবেন এবং নিয়মিত টেকটিউনেসের সাথে থাকবেন ।
  • তো আসুন দেখি কি ভাবে এটা করতে হয় ।
    প্রথমে আপনার ফোন থেকে নিচের যেকোন নাম্বারে কল দিন ।
  • *#31#
  • *#30#
  • এবার দেখুন একটা ম্যাসেজ আসছে । ব্যাস কাজ শেষ ।
  • এবার কান্খিত নম্বরে কল দিন দেখুন তার ফোনে আর আপনার নম্বর দেখা যাচ্ছেনা । সে শুধু দেখবে একটা কল এসেছে ।
  • এ্যানার্জী সেভিং বাণ্বের সাধারণত সার্কিট ঠিক থাকে বাল্ব এর গ্যাস শেষ হয় বা ফিলামেন্ট কেটে যায়। তাই আপনি এর সার্কিটটি কাজে লাগাতে পারেন।প্রথমে বাল্বটিকে ওপেন করুন দেখুন চারটি তার বের হয়ে বাল্বের দুই দিকে যুক্ত হয়েছে।

    এই চারটি তার একটি টিউব লাইটের দুই দিকে যুক্ত করুন যে ভাবে লাগানো ছিল, বাল্ব (এনার্জী) হতে তার বিচ্ছিন্ন করুন টেপ লাগিয়ে দিন ব্যাস হয়ে গেল সাপ্লাই দিন দেখুন বাল্বটি জ্বলতে থাকবে।

    মজার ব্যাপার হল:
    * টিউবলাইট ২০ ওয়াটের হলেও বিদ্যুৎ খরচ হবে ১০ ওয়াট ।
    * বাজারে ১০০-২০০ টাকায়  যে সকল ইলেকট্রনিক্স ব্যালাষ্ট পাওয়া যায় তার চেয়ে স্থায়িত্ব অনেক বেশী।
    তবে ক্ষেত্রবিশেষে আলো একটু কম হতে পারে। যত ওয়াটের এ্যানার্জী বাল্ব তত ওয়াটের টিউব লাগানোটাই শ্রেয়। বাজারে ৪০-৬০টাকা দামের এ্যানার্জী বাল্ব পাওয়া যায় তার সার্কিট দিয়ে ফলাফল মোটেও ভাল পাওয়া যাবেনা।
    .

    বুধবার, ২০ মার্চ, ২০১৩

    প্রায়শই জিজ্ঞাসা করা প্রশ্নাবলী:

    শুরু করা

    কীভাবে আমি কোন ব্লগার অ্যাকাউন্ট তৈরি করব? কীভাবে আমি কোন ব্লগার ব্লগ তৈরি করব? কীভাবে আমি নিজের ব্লগে পোস্ট করব? কীভাবে আমি ছবি পোস্ট করব? আমার প্রোফাইলে আমি কীভাবে ফটো যুক্ত করব? আমার ব্লগের শিরোনাম কোথায় উপস্থিত হয়? কোন URL আসলে কী?

    আপনার অ্যাকাউন্ট

    আমি সাইন ইন করতে পারছি না৷ আমার কি করা উচিত? কীভাবে আমি কোন ব্লগ মুছে ফেলব? কীভাবে আমি নিজের অ্যাকাউন্ট বাতিল করব?

    ব্লগার বৈশিষ্ট্যসমূহ

    ব্লগারের ডিজাইন বৈশিষ্ট্যটি আমি কীভাবে ব্যবহার করব? আমার কি এমন ব্লগ থাকতে পারে যেখানে একাধিক ব্যক্তি পোস্ট করতে পারে? কীভাবে আমি নিজের পোস্ট লেবেল করব? আমার ব্লগে আমি কীভাবে AdSense রাখব? কোন সাইট ফিড আসলে কী এবং কীভাবে আমি এটিকে আমার ব্লগের জন্য সক্ষম করতে পারি? ব্লগার মোবাইল কীভাবে কাজ করে? আমার পোস্ট করার ফর্মে কেন শব্দ যাচাই রয়েছে? পোস্ট করার সময় কি আমি কীবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারি? প্রতিবর্ণীকরণের বৈশিষ্ট্যটি আমি কীভাবে ব্যবহার করব? ব্লগারের পোস্ট সম্পাদনা বৈশিষ্ট্যটি আমি কীভাবে ব্যবহার করব? আমার ব্লগে আমি কীভাবে কাস্টম ডোমেন ব্যবহার করব? আমার ব্লগের জন্য আমি কোথা থেকে কোন কাস্টম ডোমেন নাম ক্রয় করতে পারি? আমার ব্লগে প্রদর্শিত তারিখের বিন্যাস আমি কীভাবে পরিবর্তন করব? কোন পোস্ট টেমপ্লেট আসলে কী? ব্যাকলিঙ্কস কী এবং আমি তাদের কীভাবে ব্যবহার করব? শব্দ যাচাই বিকল্পটি আসলে কী? আমার ব্লগের সজ্জার HTMLটি আমি সম্পাদনা করতে পারি? "তালিকাকরণ" সেটিং কী করে?

    প্রায়শই জিজ্ঞাসা করা প্রশ্নাবলী:

    শুরু করা

    কীভাবে আমি কোন ব্লগার অ্যাকাউন্ট তৈরি করব? কীভাবে আমি কোন ব্লগার ব্লগ তৈরি করব? কীভাবে আমি নিজের ব্লগে পোস্ট করব? কীভাবে আমি ছবি পোস্ট করব? আমার প্রোফাইলে আমি কীভাবে ফটো যুক্ত করব? আমার ব্লগের শিরোনাম কোথায় উপস্থিত হয়? কোন URL আসলে কী?

    আপনার অ্যাকাউন্ট

    আমি সাইন ইন করতে পারছি না৷ আমার কি করা উচিত? কীভাবে আমি কোন ব্লগ মুছে ফেলব? কীভাবে আমি নিজের অ্যাকাউন্ট বাতিল করব?

    ব্লগার বৈশিষ্ট্যসমূহ

    ব্লগারের ডিজাইন বৈশিষ্ট্যটি আমি কীভাবে ব্যবহার করব? আমার কি এমন ব্লগ থাকতে পারে যেখানে একাধিক ব্যক্তি পোস্ট করতে পারে? কীভাবে আমি নিজের পোস্ট লেবেল করব? আমার ব্লগে আমি কীভাবে AdSense রাখব? কোন সাইট ফিড আসলে কী এবং কীভাবে আমি এটিকে আমার ব্লগের জন্য সক্ষম করতে পারি? ব্লগার মোবাইল কীভাবে কাজ করে? আমার পোস্ট করার ফর্মে কেন শব্দ যাচাই রয়েছে? পোস্ট করার সময় কি আমি কীবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারি? প্রতিবর্ণীকরণের বৈশিষ্ট্যটি আমি কীভাবে ব্যবহার করব? ব্লগারের পোস্ট সম্পাদনা বৈশিষ্ট্যটি আমি কীভাবে ব্যবহার করব? আমার ব্লগে আমি কীভাবে কাস্টম ডোমেন ব্যবহার করব? আমার ব্লগের জন্য আমি কোথা থেকে কোন কাস্টম ডোমেন নাম ক্রয় করতে পারি? আমার ব্লগে প্রদর্শিত তারিখের বিন্যাস আমি কীভাবে পরিবর্তন করব? কোন পোস্ট টেমপ্লেট আসলে কী? ব্যাকলিঙ্কস কী এবং আমি তাদের কীভাবে ব্যবহার করব? শব্দ যাচাই বিকল্পটি আসলে কী? আমার ব্লগের সজ্জার HTMLটি আমি সম্পাদনা করতে পারি? "তালিকাকরণ" সেটিং কী করে?

    ব্লগ পরিচালনা

    আমার ব্লগটি কেন অক্ষম রয়েছে? “নিশান'

    প্রায়শই জিজ্ঞাসা করা প্রশ্নাবলী:

    শুরু করা

    কীভাবে আমি কোন ব্লগার অ্যাকাউন্ট তৈরি করব? কীভাবে আমি কোন ব্লগার ব্লগ তৈরি করব? কীভাবে আমি নিজের ব্লগে পোস্ট করব? কীভাবে আমি ছবি পোস্ট করব? আমার প্রোফাইলে আমি কীভাবে ফটো যুক্ত করব? আমার ব্লগের শিরোনাম কোথায় উপস্থিত হয়? কোন URL আসলে কী?

    আপনার অ্যাকাউন্ট

    আমি সাইন ইন করতে পারছি না৷ আমার কি করা উচিত? কীভাবে আমি কোন ব্লগ মুছে ফেলব? কীভাবে আমি নিজের অ্যাকাউন্ট বাতিল করব?

    ব্লগার বৈশিষ্ট্যসমূহ

    ব্লগারের ডিজাইন বৈশিষ্ট্যটি আমি কীভাবে ব্যবহার করব? আমার কি এমন ব্লগ থাকতে পারে যেখানে একাধিক ব্যক্তি পোস্ট করতে পারে? কীভাবে আমি নিজের পোস্ট লেবেল করব? আমার ব্লগে আমি কীভাবে AdSense রাখব? কোন সাইট ফিড আসলে কী এবং কীভাবে আমি এটিকে আমার ব্লগের জন্য সক্ষম করতে পারি? ব্লগার মোবাইল কীভাবে কাজ করে? আমার পোস্ট করার ফর্মে কেন শব্দ যাচাই রয়েছে? পোস্ট করার সময় কি আমি কীবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারি? প্রতিবর্ণীকরণের বৈশিষ্ট্যটি আমি কীভাবে ব্যবহার করব? ব্লগারের পোস্ট সম্পাদনা বৈশিষ্ট্যটি আমি কীভাবে ব্যবহার করব? আমার ব্লগে আমি কীভাবে কাস্টম ডোমেন ব্যবহার করব? আমার ব্লগের জন্য আমি কোথা থেকে কোন কাস্টম ডোমেন নাম ক্রয় করতে পারি? আমার ব্লগে প্রদর্শিত তারিখের বিন্যাস আমি কীভাবে পরিবর্তন করব? কোন পোস্ট টেমপ্লেট আসলে কী? ব্যাকলিঙ্কস কী এবং আমি তাদের কীভাবে ব্যবহার করব? শব্দ যাচাই বিকল্পটি আসলে কী? আমার ব্লগের সজ্জার HTMLটি আমি সম্পাদনা করতে পারি? "তালিকাকরণ" সেটিং কী করে?

    ব্লগ পরিচালনা

    আমার ব্লগটি কেন অক্ষম রয়েছে? “নিশান'' বোতামটি কী? আমার ব্লগে মন্তব্যগুলিকে কীভাবে আমি পরিচালনা করব? কোনো আইন সংক্রান্ত সমস্যা আমি কোথায় রিপোর্ট করব?

    শনিবার, ১৬ মার্চ, ২০১৩

    আমরা হয়তো বা জানেন বাংলাদেশে পানিবাহিত রোগগুলোর প্রকোপ বেশি । এর মূলে রয়েছে পরিবেশ দূষণ , পানি দূষণ ।
    যার ফলশ্রুতিতে আমরা বাড়িতে খাবার স্যালাইন তৈরী করে রোগীকে খাওয়াই ।
    কিন্তু অনেকেই এর সঠিক ব্যবহারবিধি জানেন না । আপনার অবগতির জন্য বলছি মাত্রাতিরক্ত স্যালাইন ব্যবহারে বা ভুল ব্যবহারে রোগীর মৃত্যুও হতে পারে ।

    আজ আপনাদের বাড়িতে স্যালাইন তৈরীর সহজ পদ্ধতি দেখাচ্ছি ::::::

    প্রয়োজনীয় উপকরণ :

    ১. এক মুঠো মিঠাই  বা  এক মুঠো চিনি ( পরিমানমত মাঝারী ধরনের )
    ২. এক চিমটি বা one Pinch লবণ
    ৩. আধা লিটার পানি

    পদ্ধতি ১ ; (দেশীয় পদ্ধতি )  তবে পরীক্ষিত ।

    - প্রথমে আপনি যে পাত্রে স্যালাইন তৈরী করবেন তা একটি বড় পাত্রে নিয়ে টেপ পানি দিয়ে পুর্ণ করে চুলায় ১৫ মিনিট গরম করুন ।
    - পাত্রটিকে বিশুদ্ধ করার পরে এতে বিশুদ্ধ খাবার পানি আধা লিটার নিন ।
    - তারপর এতে এক মুঠো মিঠাই  বা  এক মুঠো চিনি ( পরিমানমত মাঝারী ধরনের ) ও এক চিমটি বা one Pinch লবণ ভালভাবে মিশাই ।
    - এবার তৈরি হয়ে গেল খাবার স্যালাইন । তবে এটি ৬ ঘন্টার মধ্যে খেয়ে ফেলতে হবে ।
    - মনে রাখবেন বেশি চিনি বা বেশি মিঠা বা লবণ................অথবা কম চিনি বা কম মিঠা বা লবণ উভয়ই শরীরের জন্য ক্ষতিকর বিশেষ করে বাচ্চাদের ।

    পদ্ধতি ২ ; (International System)

    - প্রথমে আপনি যে পাত্রে স্যালাইন তৈরী করবেন তা একটি বড় পাত্রে নিয়ে টেপ পানি দিয়ে পুর্ণ করে চুলায় ১৫ মিনিট গরম করুন ।
    - পাত্রটিকে বিশুদ্ধ করার পরে এতে বিশুদ্ধ খাবার পানি এক লিটার নিন ।
    - তারপর এতে ৮ চামচ  চিনি ও এক চামচ লবণ ভালভাবে মিশাই ।
    - এবার তৈরি হয়ে গেল খাবার স্যালাইন । তবে এটি ৬ ঘন্টার মধ্যে খেয়ে ফেলতে হবে ।
    - মনে রাখবেন বেশি চিনি বা বেশি লবণ................অথবা কম চিনি বা লবণ উভয়ই শরীরের জন্য ক্ষতিকর বিশেষ করে বাচ্চাদের ।

    অন্যদিকে যারা বাজারের ওর-স্যালাইন খাওয়ান সেক্ষেত্রে

    পদ্ধতি:

    - প্রথমে আপনি স্যালাইন এর প্যাকেট কেটে সম্পূর্ন উপাদান একটি বিশুদ্ধ খালি পাত্রে নিন
    - এরপর আধা লিটার বিশুদ্ধ পানি যোগ করুন
    - মাথায় রাখবেন পানি ছাড়া কোনো প্রকার চিনি , ফ্রুট জুস, সুপ, soft drinks, দুধ মিশাবেন না ।
    - ভাল করে মিশাবেন যাতে স্যালাইন এর সম্পূর্ন উপাদান ও পানি ভালভাবে মিশে যায়।
    - ৬ ঘন্টার মধ্যে খেয়ে ফেলুন ।

    ভাল লাগলে জানাবেন এমনকি না লাগলেও !!!!