Navigation Menu

রবিবার, ৯ জুন, ২০১৩

ঢাকার পূর্ব চেহারা এই ছিব গুলো অধিকাংশই আঠার শতকের দিকে তোলা।

আমাদের রাজধানি ঢাকার পূর্ব চেহারা কতটা সুন্দর আর কতটা খোলামেলা ছিল টা এই ছবি গুলো না দেখলে বুঝা খুব কঠিন। এই ছিব গুলো অধিকাংশই আঠার শতকের দিকে তোলা। এই ছবি গুলো ব্রিটিশ লাইবেরি থেকে সংগ্রহীত।

১. এটা ১৮৮০ তে তোলা বুড়িগঙ্গা নদীর পাড়ের  ছবি। এখন সেখানে গড়ে উঠেছে শত শত দোকান পাট।
২. ঢাকার চক বাজার এর ছবি ১৮৮৫ সালে এমন ছিল দেখতে খুব অবাক লাগে। আজ সেখানে ১০ কদম হাঁটতে ১০ মিনিট লেগে যায় আর দোকান পাট এরতো হিসাব নেই।
৩. ১৮৭২ সালে সম্পূর্ণ ঢাকা কলেজের চিত্র এমন ছিল! আর এখন সেই বিশাল প্রশস্থ বিল্ডিং কোথায় আর গাছপালা কোথায়!
৪. ১৯০৪ সালে ঢাকা কলেজের মূল ভবনের ছবি এটি। ১৮০০ শতকে তৈরি হলেও ভবনটি ছিল বেশ শৈল্পিক।
৫. ঢাকার সব চেয়ে পুরাতন মন্দির – ঢাকেশ্বরী মন্দির। ১৯০৪ সালে ঢাকেশ্বরী মন্দির এর চিত্র এমনটা ছিল।
৬. ১৮৭২ সালের ঢাকার লালবাগ কেল্লার চিত্র এমন ছিল। এখন অবশ্য সরকারী সহয়তায় অনেক আকর্ষণীয় করে তোলা হয়েছে।
৭. ১৯০৪ সালে তোলা ধোলাই খালের উপর ষ্টীল এর ব্রিজ। যেটাকে বর্তমানে মানুষ লাহোর পুল বলে। 

৮. ১৯০৪ সালে ঢাকার মিটফোর্ড হাসপাতাল এর চেহারা ছিল এমন। এখন এটা সলিমুল্লাহ মেডিকেল কলেজ।

৯. বুড়িগঙ্গা নদীর পাশে ওয়াইজঘাট এর বি.কে. দাস লেন এ অবস্থিত নর্থ বুক হল। যা লাল কুঠি নামেও পরিচিত। ১৯০৪ সালে এই লাল কুঠি চিত্র।

১০. সকলের পরিচিত পুরানা পল্টন ময়দান ১৮৭৫ সালে তার চেহারা! এক বিশাল বত গাছ ও পিছনে একটি ছোট মসজিদ।

১১. বাংলাদেশের সব চেয়ে পুরাতন চার্জ এসটি. থমাস চার্জ। এটি সদরঘাট এর পাশে জংশন রোডে অবস্থিত। ১৮৭২ সালে এর চেহারা এমন ছিল।

১২. এটা ১৮৭২ সালে তোলা আমাদের রাজধানি ঢাকার কোন এক স্থানের চিত্র (জায়গার নাম জানা যায় নি)

১৩. ১৯০১ সালে ঢাকার রমনা গেট এর চিত্র এটি। যেটা বর্তমানে দোয়েল চত্বর নামে পরিচিত।

১৪. ১৯০৪ সালে তোলা লাল বাগের ভিতরে পরীবিবির মাজার এটি।

১৫. ১৯৭০ সালে তোলা ঢাকার বুড়িগঙ্গা নদীর পাশে চক বাজারে অবস্থিত “বড় কাটরা” র ছবি এটি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন