Navigation Menu

শুক্রবার, ২৮ জুন, ২০১৩

পৃথিবীর সবচাইতে ব্যয়বহুল ১০ টি মিলিটারী যুদ্ধ বিমান

এফ/এ - ১৮ হর্নেট : $৯৪ মিলিয়ন

fa18_hornet.jpg
ইউএস আর্মির সর্বপ্রথম স্ট্রাইক ফাইটার বিমান। টুইন ইজ্ঞেনর এই যুদ্ধ বিমানটি সার্ভিস শুরু করে ১৯৮০ সনে। গ্রাউন্ড এবং এ্যারিয়াল উভং টার্গেটে এ্যাটাক করতে সক্ষম। বর্তমানে এটি ইউএস আর্মি ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, কুয়েত, মালয়েশিয়া, স্পেন এবং সুইজারল্যান্ড আর্মিতে ও সার্ভ করে যাচ্ছে।

EA-১৮G Growler: $102 মিলিয়ন

ea18g_growler.jpg
এটি মূলত এফ/এ - ১৮ হর্নেট ফাইটারের একটি লাইট আর্ম ভার্সন যা ইলেকট্রনিক ওয়ারফেয়ার এর জন্যে ডেভলাপ করা (মূলত এখন NAVY তে সার্ভ করে যাচ্ছে)। এটি এ্যান্টি এ্যায়ারক্রাফ্ট রাডার অবজেক্ট কে খুজে বের করে এবং শত্রু পক্ষের কমিউনিকেশান সিস্টেমে নিজের পাঠানো সিগন্যালের মাধ্যমে পুরো জ্যাম করে দিতে সক্ষম।

V-22 অস্প্রে : $118 মিলিয়ন

v22_osprey.jpg

২০০৭ সনের ইরাক যুদ্ধে প্রথম ব্যবহার করা হয়। টিল্ট রোটরের এই যুদ্ধাবিমান হেলিকপ্টাররে মত উঠা নামা করলেও এটি একটি ফিক্সড উইং প্লেনের চাইতে দ্রুত উড়ে থাকে। ভয়াবহ এই বিমানের ইতিহাস আরেকটু ঘাটলেই যানতে পারবেন এর ধ্বংসযজ্ঞের আরো তথ্য।

এফ-৩৫ লাইটিং  II : $১২২ মিলিয়ন

f35_lightning2.jpg
ইউএস মিলিটারির এ যাবৎ কালের সবচেয়ে বড় ডিল সই হয় এই সুপারসনিক ফাইটারের প্রজেক্ট শুরু হওয়ার কালে ২০০১ সনে। যদিও বর্তমানে এক্সপার্টরা মনে করছেন এই বিমান তাদের আশা পূরণ করতে পারেনি। তাদের মতে এটি খুবই লাইট এবং আন্ডারআর্মড। ২০০৭ এবং ২০০৮ সনে কম্পিউটার হ্যাকার দ্বারা ৭.৫ মিলিয়ন কোডের তথ্য পাচার কালীন সময়ে এই বিমানের তথ্যও পাচার হয়েছে বলে মনে করেন অনেকে। তাই কোন শত্রু পক্ষের স্কোয়াডে এই বিমানের দেখতে পেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

E 2D - এ্যাডভান্সড হকআই : $২৩২ মিলিয়ন

e2d_hawkeye.jpg
এর পাওয়ারফুল এবং এ্যাডভান্সড রাডার সিস্টেম এর টেরিটরির ৩০০% এলাকা আরো বেশি কভার করবে। এটি এখনও আন্ডার ডেভেলাপমেন্ট অবস্থায় আছে। যদিও এর দুটি টেস্ট ভার্সন নেভি কে সাপ্লাই করা হয়েছে। এবং তারা ও এতে পজিটিভ ফিডব্যাক দিয়েছে।

VH-৭১ Kestrel :  $২৪১ মিলিয়ন

vh71_kestrel.jpg
এই হাইটেক হেলিকপ্টার প্রজেক্ট ইতোমধ্যে President's aging chopper fleet এর স্থলাভিষিক্ত হয়েছে। অর্থাৎ এটি বারাক ওবামার অফিস থেকে বাড়ী ফেরার যান হতে চলেছে। তবে গত 22 জুলাই এই বাজেট $৪৮৫ মিলিয়নে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।

পি - ৮ এ Poseidon : $২৯০ মিলিয়ন

p8a_poseidon.jpg
এর ৭৮৭ জেট এর মিলিটারি ভার্সনটি নভি কে ব্যবহার করতে দেয়া হবে যা ব্যবহার হবে মূলত সাবমেরিন ওয়ারফেয়্যার এবং ইন্টেলিজেন্স গ্যাদারিং এর জন্যে। তবে পুরোপুরি সার্ভিস শুরু করতে এটি ২০১৩ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে ডেভেলপাররা বলছেন।

C17A গ্লোবমাষ্টার III : $৩২৮ মিলিয়ন

c17a_globemaster3.jpg
এয়ারফোর্সের মিলিটারি ট্রান্সপোর্ট প্লেনটি মূলত যুদ্ধক্ষেত্রে মেডিকেল সার্ভিস দিয়ে থাকে এবং এয়ারড্রপ মিশনের সাথে যুক্ত। বর্তমানে ১৯০টি C17A গ্লোবমাষ্টার III সার্ভিসে রানিং অবস্থায় আছে। ১৯৯৩ সন থেকে নিরলস ভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে।  ১০২ জন প্যারাট্রুপার একসাথে ডাইভ দিয়ে থাকে এই বিমান থেকে। ইরাক এবং আফগান যুদ্ধেও ব্যবহার করা হয়েছে এই বিমান।

F-22 Raptor : $৩৫০ মিলিয়ন

f22_raptor.jpg
বিশ্বের সবচাইতে বেষ্ট কমব্যাট প্লেন হিসেবে বিবেচনা করা হয় এই এফ - ২২ রাপ্টারকে। এর মানুফ্যাকচারিং ডিজাইনার হচ্ছেন Lockheed Martin। শত্রু পক্ষের নিক্ষেপ করা ক্রুজ মিসাইল কে শুট ডাউন করার মত ভয়াবহ কাজ ছাড়াও আছে সুপারসনিক স্পীড। বর্তমানে সিনেট বড় ডিবেট চলছে যে এর আরো সাতটি বানানো হবে কি না তা নিয়ে। যার টেটাল খরচ পরবে $১.৬৭ বিলিয়ন এবং এই প্রোজেক্টে কাজ করবে ২৫০০০ এর ও বেশী আমেরিকান।

B-2 Spirit : $২.৪ বিলিয়ন

b2_spirit.jpg
আপনারা হয়ত আমার কথা বিশ্বাস করবেন না, তারপরেও পরেও বলি। ছোটবেলায় আমার এটি পছন্দের গেমস ছিল "Aero fighter 2"। জানিনা আপনাদের কেউ খেলেছেন কিনা। খেলে থাকলে নিশ্চই মনে করতে পারবেন যে এ্যারো ফাইটারের একটি বস ছিল হুবুহু এই বি - ২ স্পিরিট। আমি নিজেও প্রথমে দেখে অবাক হয়েছি। এটি বোমারু বিমান যার বর্তমানে ২০টি ইউএস আর্মির সার্ভিসে আছে। ইনফ্রারেড, এ্যাকুইস্টেক এবং ইলেক্ট্রোম্যাগনেটিক রাডার ভিসিউয়াল সিগন্যালেও একে খুজে পাওয়া সম্ভব হয়নি। আফগান এবং ইরাক যুদ্ধে সমানে বোমা ফেলা হয় এই বিমান দিয়ে।

বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৩

ধূমপান ত্যাগ করবেন কেন এবং কি ভাবে ত্যাগ করবেন

উন্নয়নশীল দেশে অধিকাংশ পুরুষ ধূমপান করে অসচেতনতা, বন্ধুদের (পিয়ারদের) প্রেসার এবং সিগারেটের অতিমাত্রায় সহজলভ্যতার কারণে। অন্যদিকে, উন্নত দেশে মানুষের সচেতনতা এবং ধূমপানের ওপর বিধিনিষেধ থাকার কারণে ধূমপান করার হার কমে যাচ্ছে এবং সিগারেট কোম্পানিগুলো আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশকে টার্গেট করেছে সিগারেটের ব্যবসা প্রসারের জন্য। উন্নত দেশে নারীরা ধূমপান করে থাকে বিভিন্ন কারণে: কিছু নারী ধূমপান করে স্ট্রেস/চাপ মোকাবিলা করার জন্য অথবা দৈহিক ওজন নিয়ন্ত্রণ করার জন্য; তরুণীরা ধূমপান শুরু করে বিদ্রোহী এবং স্বাধীনচেতা মনোভাবের প্রকাশ হিসেবে অথবা তাদের বন্ধুদের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য। মোদ্দা কথা, ধূমপান করার জন্য ভালো কোনো কারণ নেই। ধূমপান মারাত্মক স্বাস্থ্যহানির কারণ ঘটায়।

যেসব স্বাস্থ্যগত কারণে ধূমপান ছাড়বেন

  • ফুসফুস, গলা, মুখ, বাগ্যন্ত্র, খাদ্যনালি, অগ্ন্যাশয়, বৃক্ক, মূত্রথলি, জরায়ুর মুখ এবং পাকস্থলীর ক্যানসার।
  • লিউকেমিয়া (এক ধরনের রক্তের ক্যানসার)।
  • ফুসফুসের অন্যান্য রোগ (যেমন এফাইসিমা)
  • রক্তনালি শক্ত এবং চিকন হয়ে যাওয়া (অ্যাথেরোস্কেলেরোসিস)।  হার্ট অ্যাটাক।
  • স্ট্রোক (ব্রেইনে রক্তক্ষরণের জন্য প্যারালাইসিস)।  দাঁতের মাঢ়ির রোগ।
  • চোখের সমস্যা থেকে অন্ধ হয়ে যাওয়া।

ধূমপান আরও কিছু সমস্যার কারণ, যেমন—
  •   অন্যান্য অসুস্থতা দীর্ঘস্থায়ী করে।
  • অপারেশনের পর সহজেই ক্ষতস্থানে ইনফেকশন হয়।  গর্ভধারণে সমস্যা হয়।
  • কোমর বা ঊরুর হাড় ভাঙার ঝুঁকি বাড়ায়।
গর্ভাবস্থায় ধূমপান সাংঘাতিক খারাপ, কারণ—
  • গর্ভফুল (প্লাসেন্টা) জরায়ু মুখের খুব কাছাকাছি চলে আসে, তাতে সিজারিয়ান অপারেশন ছাড়া বাচ্চা ডেলিভারি করা যায় না।
  • গর্ভফুল সঠিক সময়ের আগেই জরায়ু ছেড়ে আসে, যার ফলে সময়ের আগেই ‘লেবার পেইন’ হয় অথবা গর্ভেই বাচ্চার মৃত্যু হতে পারে। 
  •  গর্ভপর্দা সঠিক সময়ের আগেই ফেটে যায়, পানি বেরিয়ে আসে ‘লেবার পেইন’ শুরু হওয়ার আগেই, ফলে বাচ্চা সময়ের আগেই ভূমিষ্ঠ হয়।
  • কম ওজনের বাচ্চা ভূমিষ্ঠ হয়। 
  • নবজাতকের ফুসফুসের ক্ষতি হয়।

ধূমপান ছেড়ে দিলে আপনি যে বাড়তি সুফলগুলো পাবেন—
আপনাকে ধূমপানের জন্য কর্মস্থল বা বাড়ি ছাড়তে হবে না। আপনার দাঁতগুলো আরও পরিষ্কার হবে। আপনার শ্বাস দুর্গন্ধমুক্ত হবে। আপনার আঙুলগুলোর নিকোটিন-রং হালকা হয়ে যাবে। আপনার ত্বক কুঁচকানো কমে যাবে। খাবারের ঘ্রাণ ও স্বাদ আগের থেকে ভালো উপভোগ করবেন। আপনি অধিকতর শক্তি অনুভব করবেন এবং কর্মক্ষম হবেন।

ধূমপান ছাড়ার উপায়
দৃঢ় সিদ্ধান্ত নিন এবং ভালো বোধ করুন!
যদি আপনি ধূমপান ছেড়ে দেওয়ার দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আপনাকে বিশাল অভিনন্দন! এতে শুধু আপনার স্বাস্থ্যই উন্নত হবে না, আপনি আপনার প্রিয়জনদের স্বাস্থ্যও রক্ষা করবেন পরোক্ষ ধূমপান থেকে। এটা কঠিন সত্য যে ধূমপান একেবারে ছেড়ে দেওয়া অত্যন্ত কঠিন। আপনি কি জানেন, অনেক ধূমপায়ীই মঙ্গলের জন্য ধূমপান ছাড়তে চায় কিন্তু সে চেষ্টা সফল হওয়ার আগে দুই বা তিনবার ব্যর্থ হয়? সিগারেটের মূল উপাদান নিকোটিন একটি সাংঘাতিক আসক্তিকর ড্রাগ: এমনই আসক্তিকর যে তা হেরোইন বা কোকেইনের মতো। সুসংবাদটি হচ্ছে, মঙ্গলের জন্য লাখ লাখ মানুষ ধূমপান ছেড়ে দিতে সমর্থ হয়েছে। ধূমপান ছেড়ে দেওয়া কঠিন কাজ হলেও সম্ভব। আপনি শিহরিত হবেন, যখন নিজেকে ব্যয়বহুল একটি নেশা থেকে মুক্ত করতে পারবেন এবং পরোক্ষ ধূমপানের দ্বারা অন্যের আর ক্ষতি করবেন না।

ধূমপান ছাড়ার পাঁচটি টিপস: (গবেষণালব্ধ ফল)
বিশেষ একটি দিন ঠিক করুন: দিনটির আগের দিন সব সিগারেট, অ্যাশট্রে এবং লাইটার ফেলে দিন, আপনার বাড়িতে কাউকেই ধূমপান করতে দেবেন না। একটি কাগজে লিখে রাখুন কেন আপনি ধূমপান ছাড়তে চান এবং লিস্টটি সংরক্ষণ করুন রিমাইন্ডার হিসেবে।

আপনার পরিবার, বন্ধু এবং সহকর্মীর সহযোগিতা নিন: গবেষণায় দেখা গেছে, অন্যের সহযোগিতা পেলে ধূমপান ছাড়া সহজ। আপনার কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ধূমপান ছাড়ার তারিখটি জানান এবং তাদের সহযোগিতা করতে বলুন। অনুরোধ করুন তারা যেন আপনার চারপাশে ধূমপান না করে অথবা সিগারেট অফার না করে।

ধূমপানের বিকল্প খুঁজুন এবং প্রতিদিনের রুটিন বদলান: যখন ধূমপান করার ইচ্ছে হবে, এমন কিছু করুন, যাতে আপনার মন অন্য কিছুতে ব্যস্ত থাকে। বন্ধুর সঙ্গে কথা বলুন, হাঁটতে বের হয়ে যান, অথবা সিনেমা দেখতে হলে চলে যান। চিনিমুক্ত চুইংগাম বা ক্যান্ডি খান আপনার ধূমপানের আকাঙ্ক্ষাকে কমানোর জন্য। প্রচুর পানি ও জুস খান। এর সঙ্গে আপনি আপনার প্রতিদিনের রুটিন বদলাতে পারেন। কফির পরিবর্তে চা পান করুন। সকালের নাশতা একই জায়গায় প্রতিদিন খাবেন না। কর্মস্থলে যাওয়ার রাস্তা পরিবর্তন করুন।

ধূমপান ছাড়ার ওষুধ গ্রহণ করতে পারেন: চিকিত্সকের পরামর্শ নিন। কিছু ধূমপায়ীর প্রতিক্রিয়া দেখা দেয় যদি সে ধূমপান ছেড়ে দেয় যেমন—বিষণ্নতা, ঘুমাতে সমস্যা, বিরক্তবোধ বা অস্বস্তিবোধ করা এবং পরিষ্কার চিন্তা করতে না পারা। কিছু ওষুধ উল্লিখিত উপসর্গগুলো নিয়ন্ত্রণে রাখতে পারে। অধিকাংশ ওষুধ সিগারেটের মূল আসক্তিকর উপাদান নিকোটিনের মাত্রা রক্তে ধারাবাহিকভাবে কম পরিমাণ অবমুক্তকরণের মাধ্যমে কাজ করে। চিকিত্সকের পরামর্শ নিন কোন ওষুধটি আপনার জন্য সঠিক।
নিকোটিন প্যাচ: এটি ত্বকে লাগানো হয় এবং ত্বকের মাধ্যমে দেহে নিকোটিন অবমুক্ত হয়। নিকোটিন গাম/লজেন্স: মুখের ভেতর আবরণীর মাধ্যমে রক্তে নিকোটিন অবমুক্ত হয়। নিকোটিন নেজাল স্প্রে: নাকে স্প্রে করলে নিকোটিন শ্বাসের মাধ্যমে রক্তে প্রবেশ করে। নিকোটিন ইনহেলার: মুখ ও গলার মাধ্যমে নিকোটিন রক্তে প্রবেশ করে। বিউপ্রোপিওন: এটি একটি বিষণ্নতাবিরোধী ওষুধ, যেটি নিকোটিন পরিহারজনিত লক্ষণ কমাতে সাহায্য করে এবং ধূমপানের আকাঙ্ক্ষা কমায়। ভ্যারেনিক্লিন (চ্যানটিক্স): ওষুধটি নিকোটিন পরিহারজনিত লক্ষণ এবং ধূমপানজনিত তৃপ্তি কমায়।


পুনঃ ধূমপানের প্রবণতা থেকে সতর্ক থাকুন: অধিকাংশ ধূমপায়ী ধূমপান ছাড়ার প্রথম তিন মাসের মধ্যেই আবার ধূমপান শুরু করে, এতে আশাহত হবেন না। মনে রাখবেন, অনেকের ক্ষেত্রেই এটি ঘটে কিন্তু সফল হয় নিজের মঙ্গলের জন্য।
আপনি চিন্তা করুন, কোন বিষয়গুলো ধূমপান ছাড়ার জন্য সহায়ক ছিল এবং কোনগুলো ছিল না। এগুলো বের করতে পারলে আপনার সফল হওয়ার সম্ভাবনা বেশি। কিছু কিছু অবস্থা আপনার ধূমপানের আকাঙ্ক্ষা বাড়ায়। যেমন ধূমপায়ীদের সান্নিধ্যে থাকা, শরীরের ওজন বাড়া, চাপ বা স্ট্রেস, অথবা বিষণ্নতায় থাকা; তাই এগুলো মোকাবিলার জন্য চিকিত্সকের পরামর্শ নিন।

বুধবার, ২৬ জুন, ২০১৩

পিসি নিরাপত্তায় অদৃশ্য সফটওয়্যার

এটি একটি অদৃশ্য সফটওয়্যার যা সকল ব্যবহারকারীর কাজকর্মের রেকর্ড এবং এনক্রিপ্ট করা লগ ফাইলের মধ্যে সংরক্ষণ করে রাখে এবং লগ ফাইল একটি টেক্সট বা ওয়েব পেজ হিসাবে সংরক্ষিত করে রাখে। এই সফটওয়্যারটি খুঁজে বের করবে আপনার অনুপস্থিতিতে কম্পিউটারে কে কি করেছে বা দেখেছে বা কি ব্যবহার করেছে। স্বয়ংক্রিয়ভাবে আপনাকে জানিয়ে দেবে, ই-মেইলের মাধ্যমে বা আপনি নিজ থেকে দেখে নিতে পারবেন ডেট বাই ডেট অনুযায়ী। এছাড়া প্রত্যেকটি কাজের বা পেজের আলাদা আলাদা স্কীন শর্ট ও দেখতে পারবেন। এই অদৃশ্য সফটওয়্যারটির বর্তমান বাজার মুল্য ৪৪.৯৫ ইউএস ডলার।
এর দ্বিতীয় বৈশিষ্ট হল ব্যবহারকারীর ফটো/ছবিও দেখতে পারবেন (এই সফটওয়্যারটি নিজ থেকেই ব্যবহারকারীর ছবি সেভ করে রাখবে) এবং এতে আপনার ওয়েব ক্যামেরা কোন ফ্লাশিং বা কোন সাউন্ড দিবেনা। বলতে পারেন এক কথায় মশা মাছিও টের পাবেনা আপনার ফটো যে ক্যাপচার হবে বা নিবে) যদি আপনার কম্পিউটারে ওয়েব ক্যামেরা থাকে। তাই ওয়েব ক্যামেরা যদি থাকে তাহলে আপনার পিসিতে একদিনে যদি ৫জন লোক বসে, আপনি ওই ৫জনের কে কতক্ষন ইউজ করেছে এবং কি কি করেছে তার চেহারা, তার লগিং টাইম, আউট টাইম একই ব্যাক্তি যদি একদিনে ১০বার লগিন করে আপনি ১০বারই টের পেয়ে জাবেন এই সফটওয়্যারটির মাধ্যমে। যদি ওয়েব ক্যামেরা না থাকে তাহলে একটি জিনিস থেকে বঞ্ছিত হবেন সেটি হলো ফেইস/ছবি।
 
সফটওয়্যারটির নামঃ Ardamax Keylogger
ভার্সনঃ ৩.৮.৯.১
সাইজঃ ২.০১ মেগাবাইট
লাইসেন্স টাইপ এন্ড ভ্যাইলেডিটি:
আন রেজিস্টার ভার্সন মেয়াদকাল: ১সপ্তাহ
রেজিস্টার ভার্সন মেয়াদকাল: কোন লিমিট দেখিনি।
এই অদৃশ্য সফটওয়্যারটি চালানো যাবে যে সব ইউন্ডোজে > ইউন্ডোজ ২০০০/০৩, এক্সপি, ভিস্তা এবং ইউন্ডোজ সেভেন।
ইন্সটল শেষে একবার রান করে নিলেই কাজ শেষ আপনাকে আর কিছু করতে হবেনা। তবে আপনি যখন বাসার বাইরে যাবেন। এই সফটওয়্যার কে আপনার টাস্কবার থেকে হাইড করে দিয়ে যাবেন তার কারণ হল ইউজার যদি পটু হয় তাহলে সে ডিলিড করে দিতে পারে। তাই খেয়াল করে সিস্টেম টাস্কবার থেকে হাইড করতে ভুল করবেন না এবং চাইলে সার্টডাউন করে দিতে পারেন টাস্কবার থেকে হাইড করলে ভাববেন না যে সব বুঝি গোল্লায় গেল। আপনি টাস্কবার থেকে হাইড করে পিসি সার্ট ডাউন করার পরে পুনরায় পিসি স্টার্ট দিলেও এটি হাইড অবস্থায় সক্রিয় থাকবে। যতক্ষন পর্যন্ত না আপনি একে টাস্কবারে পুনরায় উজ্জীবিত না করছেন।http://www.freedownloadplus.com/software/ardamax-keylogger-softwar

আগুনেও পুড়বে না কাগজপত্র

আমরা সবাই জানি,কাগজে একবার আগুন ধরলে তা একদম পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু কেমন হয় যদি আগুনেও কাগজ না পোড়ে? আগুনেও কাগজ যাতে না পোড়ে এবং দরকারি ডকুমেন্ট যাতে সহজে সংরক্ষণ করা যায় তার জন্য ছোট্ট একটি ট্রিক্সঃ

 

 

 

 

 

উপকরণঃ

  • ফিটকিরি

  • পানি

  • কাগজ

 

কার্যপ্রণালীঃ

  • প্রথমে খানিকটা ফিটকিরি পানিতে গুলিয়ে নিন।

  • এবার কিছু কাগজ তাতে ভিজান।

  • ভিজানোর পর শুকিয়ে ফেলুন।

  • তারপর আবার ভিজিয়ে শুকান।

  • এভাবে কয়েক বার করুন বার করুন। ৩/৪ বার করলে ভাল হয়।

  • ফাইনাল শুকানোর পর তাতে কিছু লিখার থাকলে লিখুন।

  • এরপর ঐ কাগজটা আগুনে ধরুন।

  • দেখুন কাগজটি আগুন এ পুড়বে না।


 

মঙ্গলবার, ২৫ জুন, ২০১৩

বিতর্কিত প্রশ্ন ডিম আগে না মুরগি আগে ?

লেখাটির শিরোনাম হয়তো অনেকের কাছেই ফালতু মনে হয়েছে।কিন্তু কখনো কি আপনি বিষয়টি নিয়ে গভীরভাবে ভেবে দেখেছেন , যে ডিমের সৃষ্টি আগে না মুরগির সৃষ্টি আগে?এটি যদি আপনি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে না দেখেন তাহলে হয়তো আপনি কখনো এই প্রশ্নটির সঠিক কোন উত্তরে পৌছতে পারবেন না।কারন এই প্রশ্নটিকে আপনি যে ভাবেই দেখেন না কেন এ রকম অনেক প্রশ্ন নিয়ে আমাদের পূর্বপুরুষ ও প্রাচীনকালের মানুষেরা অনেক ভেবেছেন।কেউ কেউ হয়তো  এগুলকে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন আবার কেউ হয়তো এগুলকে দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন।আপনি যদি সঠিক ভাবে বৈজ্ঞানিক বিশ্লেষণ না করেন তবে আপনি আজকের এই প্রশ্নটিতে এক এক সময় এক এক সিদ্ধান্তে এসে পৌঁছবেন।কারন ডিম ছাড়া যেমন মুরগি সৃষ্টি সম্বব না, তেমনি মুরগি ছাড়া এই ডিমটি  এল ই বা কোথা থেকে তাই না?

hen বিতর্কিত প্রশ্ন ডিম আগে না মুরগি আগে ?

এবার কাজের কথায় আসি,আমাদের জানা দরকার যে সৃষ্টির প্রথমে এই ডিম বা মুরগি কোনটিই আসলে ছিল না।সকল প্রকারের প্রানের উৎপত্তি আসলে সেই আদি কোষ(যে আদি কোষের উৎপত্তি হয় আদি জলজ ও উত্তপ্ত পরিবেশে এবং সেটি ছিল এককোষী) থেকেই হয়েছে।তবে আমাদের উদ্দেশ্য হল মুরগির উৎপত্তি।যাই হোক, মুরগি এক ধরনের পাখি।আর পাখিদের উৎপত্তি হয়েছিল আদি সরীসৃপদের থেকে।লক্ষ করে দেখবেন সরীসৃপরাও পাখিদের মত ডিম পারে এবং ডিম ফুটে বাচ্চা হয়।প্রথম মুরগীটির উৎপত্তিটি আসলে কোন মুরগির ডিম থেকে হয়েছিল না।কোন সরীসৃপ এর ডিমে ঘটে যাওয়া আচমকা মিউটেশন বা হঠাৎ জিনগত রদবদল  ফলে সৃষ্টি হয়ছিল আদিম পাখিদের।

egg বিতর্কিত প্রশ্ন ডিম আগে না মুরগি আগে ?

আর সেই প্রগইতিহাসিক পাখিদের মধ্যে থেকে পুনঃপুনঃ মিউটেশনের ফলে সৃষ্টি হয়েছে আজকের এই মুরগির।প্রথম যে মুরগি সৃষ্টি হয়েছিল সেই মুরগির সাথে হয়তো আজকের এই মুরগির অনেক বেশিই অমিল।যেহেতু মিউটেশনটি ডিমের মধ্যে ঘটে যাওয়ার ফলে সেই আদি মুরগীটির উৎপত্তি হয়েছিল তার মানে ডিমটির আগে কোন মুরগি ছিল না।তার  মানে আমরা বলতে পারি মুরগির আগে ডিম এসেছে।তাই ডিম ই আগে আর মুরগি পরে।

আমাদের মৃত্যুর দিকেই ঠেলে দেয় ডিম সিগারেটের মতোই ক্ষতি করে



সাধারনত অসুস্থ হওয়ার সাথে সাথেই ডিম ও ভিটামিন খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা ও শুভাকাঙ্ক্ষীরা। কারণ আপাতদৃষ্টিতে,এটা সবাই জানে, দুর্বল শরীরের জন্য পুষ্টি ঘাটতি হিসেবে কাজ করে এসব খাদ্যসামগ্রী।কিন্তু অবাক হবেন যখন জানবেন শরীরে স্বাভাবিক কর্মচাঞ্চল্য আনতে ভিটামিন অথবা ডিম খেলেও এসব খাদ্য আমাদের মৃত্যুর দিকেই ঠেলে দেয়!

সম্প্রতি জানা অজানার পরিচিত পৃথিবীতে  অবাক হয়ে ওঠার মতো এমনইএক তথ্য দিয়েছেন প্রখ্যাত পুষ্টিবিজ্ঞানী অ্যালান গ্যাবি।একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে খাদ্য ও পুষ্টিবিষয়ক বহুসংখ্যক বইয়ের প্রণেতা অ্যালান জানান, “ডিম শরীরের উপকারি অনেক পুষ্টির উৎস, এটি শরীরে অনেক কোলেস্টেরল যোগান দেয়। কিন্তু প্রাণীদের উপর একটি গবেষণায় প্রমাণ হয়েছে খাদ্য হিসেবে কোলেস্টেরল সরবরাহ করলেও ডিম শরীরে শক্তি যোগায় না। বরং শরীরে ডিম মাদকের মতো কাজ করে। এটি সিগারেটের মতোই ক্ষতিকর!

আবার, অতিরিক্ত ভিটামিন অনেক সময় শরীরের জন্য ক্ষতিকরও। অনেকদিন ধরে ভিটামিন খাওয়ার কারণে তাদের শরীরে কিছু সমস্যা দেখা দিতে পারে। উদ্বেগের কথা হলো, অনেকে মস্তিষ্কে রক্তক্ষরণ, হূদরোগের মতো প্রাণঘাতী রোগের উপশমের জন্যও ভিটামিন ট্যাবলেট খেয়ে থাকেন। যেটা হিতে বিপরীতই হতে পারে।”

অ্যালান গ্যাবি আরও বলেন, `অতিরিক্ত ভিটামিন স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। শরীরে যে স্বাভাবিক পুষ্টি প্রক্রিয়া অব্যাহত থাকে সেটা নষ্ট হয়ে যায় অতিরিক্ত ভিটামিন গ্রহণের কারণে। অনেক সময় এর প্রতিক্রিয়া হিসেবে ক্ষুধামন্দা, ডায়রিয়া, মাথাব্যথা, লিভার বড় হওয়া প্রভৃতি উপসর্গে ভুগতে হয়। তাছাড়া গর্ভাবস্থায় অতিরিক্ত ভিটামিন নিলে গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটি হতে পারে। অতিরিক্ত ভিটামিন-সি পেট ব্যথা কিংবা ডায়রিয়া বাড়িয়ে দেয় । অতিরিক্ত ভিটামিন-ডি বমি বমি ভাব, তলপেটে ব্যথার সৃষ্টি করতে পারে।

অ্যালান তাঁর গবেষণানুযায়ী পরামর্শ দিয়ে বলেন; যে কোনো শারীরিক প্রয়োজনে হুট করে ভিটামিন গ্রহণ না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা হবে বুদ্ধিমানের কাজ।

 

মঙ্গলবার, ১৮ জুন, ২০১৩

বিশাল আকারের কৃত্রিম দ্বীপ

১) UMI HOTARU (JAPAN)

“TOKYO BAY AQUA-LINE” হল এমন একটি বিস্তৃত রাস্তা যেটি KAWASAKI,KANAGAWA এবং
KISARAZU,CHIBA এই তিনটি অঞ্চলের সংযোগস্থল তৈরি করেছে।এটি একটি ক্রসিং হাইওয়ে যা উপসাগরের উপর নির্মিত।এটি সাগরের নীচে টানেল এবং উপরে ব্রীজের মাধ্যমে তৈরি করা হয়েছে।এই AQUA-TUNNEL এর দৈর্ঘ্য ৯.৬ কিলোমিটার যেটা শুরু হয়েছে KAWASAKI হতে।এই রাস্তাটির টানেল এবং ব্রীজের সংযোগস্থলে তৈরি রয়েছে একটি বিশাল আকারের কৃত্রিম দ্বীপ যার নাম  UMI HOTARU  লিংক
২)  SPIRAL ISLAND (MEXICO)

আপনি যদি কোন স্বর্গীয় দ্বীপের মালিক না হতে পারেন তাতে কি হয়েছে আপনি নিজেই কেন একটি তৈরি করে নিচ্ছেন না”?
এই উক্তিটি আমার নয় এটি রিচি সোয়া নামক এক ব্যাক্তির। হ্যাঁ! ১৯৯৮ সালে প্রায় দশ লাখের ও বেশি প্লাস্টিক বোতল দিয়ে তিনি নির্মাণ করেছিলেন এটি।কিন্তু দুর্ভাগ্যক্রমে কিছু বছর পর একটা হারিকেনের ঝাপ্টায় এটি ধ্বংস হয়ে যায়।
কিন্তু রিচি ভাই হার মানার নয়।তিনি নাকি আবারো আর একটি তৈরি করছেন এর থেকে ও বড়।লিংক
৩) MEXCALTITAN (MEXICO)

মেক্সিকোর নায়ারিট সমুদ্র উপকূলে অবস্থিত এই মনুষ্য নির্মিত দ্বীপটি।এখানে AZTECS নামক আদিবাসিরা থাকতো বলে ধারণা করা হয়।
তবে বর্তমানে এই দ্বীপটিকে পর্যটকের কাছে আকর্ষিত করে তুলতে এখানকার ফেডারেল গভার্নমেন্ট এটিকে “PUEBLO MAGICO” নামে মনোনীত করেছে। লিংক
৪) THE WOLRD ISLAND (DUBAI)

দুবাই উপকূল হতে ছয় কি.মি. দূরে ৫৫ স্কয়ার কি.মি. বিস্তৃত হুবহু বিশ্বের মানচিত্রের ন্যায় মনুষ্য নির্মিত দ্বীপটির কথা কারো অজানা নয়।দ্বীপটির নাম কি বলার দরকার আছে? তবুও বলি এটির নাম THE WORLD ISLAND OR TRADE CENTER.৩০০ টির মত ছোট ছোট দ্বীপ দিয়ে এটি সাজানো।
এই অসাধারণ দ্বীপটি ডেভেলোপিং করেছেন NAKEEL PROPERTIES.
লেবানন নামের দ্বীপটি ইতিমধ্যে সকল প্রকার পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।ভ্রমন বিলাসিরা নিশ্চয় এটি মিস করতে চাইবেন না।
৫) THE KHAJA ISLAND (AJERVAIJAN)

৩০০০ হেক্টর বিস্তৃত ৪১টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এই KHAJA ISLAND টি CAPSIAN SEA এর উপর অবস্থিত।
AVESTA নামক একটি ডেভেলোপার এই কৃত্রিম দ্বীপ্ নকশা করেন।শুনে আশ্চার্য্য হবেন এই দ্বীপটিতে আছে ১৫০টি স্কুল,৫০টি হাসপাতাল,ডে কেয়ার সেন্টার,অসংখ্য পার্ক,শপিং মল,সাংস্কৃতিক সংস্থা,বিশ্ববিদ্যালয়।
এমনকি AZERBAIJAN TOWER(যেটা বিশ্বের বৃহত্তম বিল্ডিং এর মধ্যে একটি)ও এই দ্বীপটিতে অবস্থিত। লিংক
)NO MAN’S LAND FORT (BRITEN)

ব্রিটেনের উপসাগরে এই মনুষ্য নির্মিত দ্বীপটি অবস্থিত।এটি একটি হোটেল ২১ টি চমকপ্রদ রুম রয়েছে এখানে।ওহ! একটি সুইমিং পুল ও রয়েছে।লিংক
৭)OROS ISLAND(AUSTRIA)

এখন আমি আপনাদেরকে এমন একটি দ্বীপের সাথে পরিচয় করিয়ে দেব যার একটি বিশেষ বৈশিষ্ঠ্য আছে।
উপরে যে সুন্দর দ্বীপটি দেখছেন আপনি কি জানেন আপনি চাইলে এটি নিয়ে বিশ্বের যে কোন জায়গায় ভ্রমন করতে পারবেন।এটি একটি ভাসমান দ্বীপ।অস্ট্রিয়ান ফার্ম কোম্পানি এটি তৈরি করেছেন।এটি ঠিক একটি ইয়টের (YACTH)মত।চার তলা বিশিষ্ঠ এই দ্বীপটিতে রয়েছে ৬টি বেডরুম,৪টি টেনিস কোর্ট।এটি ১০০০ স্কয়ার মি. বিস্তৃত।  লিংক
৮)REAL MADRID ISLAND(UAE)

এখানে রিয়াল মাদ্রিদ এর ভক্ত কে কে আছেন? তাদের জন্য সুখবর।২০১২ সালে UAE তে ১ বিলিয়ন ডলার ব্যয় করার সিদ্ধান্ত নেয়ছেন তারা।কেন জানেন? তারা UAE তে একটি অত্যাধুনিক রিসোর্ট বানাবেন।যেটি সমুদ্রের উপরে নির্মান করাহবে।যেখানে থাকবে থিম পার্ক, ১০ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন একটি স্টেডিয়াম।২টি উচ্চ বিলাসি ৭ স্টার হোটেল।এটি ৪৩০,০০০ স্কয়ার মি. জায়গা নিয়ে করা হবে। UAE গভার্নমেন্ট পার্টনার হিসেবে থাকবে। লিংক

Tense ফ্রী “Tense”! Tension ছাড়া Tense শিখুন । Rizwan Bin Sulaiman | প্রকাশিত হয়েছে : 30 October, 2012 on 1:20 am |টেকটিউনস

Tense Tension!
Tense.........। খুব কঠিন , তাইনা...... । নাহ...আসলে আমরা tense-কে কঠিন বানিয়েছি ।Tense কিন্তু মোটেই কঠিন কিছু না । নিচের আলোচনা থেকে নিজেই বিচার করো ,কঠিন ,না সহজ । প্রথমে বুঝতে হবে tense কী
নিচের বাক্যগুলো লক্ষ্য করো :
1. আমি বসবো (ভবিষ্যতে বসবো) ।
                                     2. আমি বসছি (বর্তমানে বসছি) ।                                         
             3 .আমি বসেছিলাম (অতিতে বসেছিলাম) ।
এই তিনটি বাক্যে বসার কাজটা তিনটি কালে ঘটেছে ।
প্রথম বাক্যের বসাটা ভবিষ্যতে ঘটবে ।
দ্বিতীয় বাক্যে বসার কাজটা বর্তমানে ঘটছে ।
তৃতীয় বাক্যে বসার কাজটা অতিতে ঘটেছিল । এখন বলোতো কোন শব্দটা এই তিনটি বাক্যের কালের পরিবর্তন ঘটিয়েছে ?
- "
বসা" শব্দটা তাইনা !
-
আচ্ছা ! "বসা" শব্দটা কী?
- "
বসা" শব্দটা একটা ক্রিয়া (যে শব্দ দ্বারা বসা,খাওয়া,যাওয়া ইত্যাদি কাজ করা বুঝায় তাই হচ্ছে ক্রিয়া বা verb)
-
আচ্ছা !"বসা" শব্দটার তিন বাক্যে তিনটা রূপ
অর্থাৎ
ব স + ব
ব স + ছি
ব স + ছিলাম
প্রথম বাক্যে: "বসা" শব্দের সাথে "ব"-টা এসেই "বসা "এই কাজটাকে ভবিস্যতে নিয়ে গেছে । ( অর্থাৎ "ভবিস্যতে বসবো" এটা বুঝাচ্ছে ) ।
দ্বিতীয় বাক্যে: "বসা" শব্দের সাথে "ছ"-টা এসেই "বসা" কাজটাকে বর্তামানে নিয়ে গেছে ।
তৃতীয় বাক্যে: "বসা" শব্দের সাথে "ছিলাম" এসেয়েই বসাকেঅতিতে নিয়ে গেছে । যে শব্দটি এখানে তিনটি বাক্যকে তিনটি কালে নিয়ে যাচ্ছে , তা হচ্ছে ঐ বক্যে অবস্থিত ক্রিয়া বা verbআবার ঐ বাক্যকে বিভিন্ন কালে নিয়ে যাওয়ার জন্যে ক্রিয়াটিকে যে জিনিসটা সাহায্য করছে তা হল "কিছু কিছু অক্ষর" ।

তাই তো :
প্রথম উদাহরনে "বসা" শব্দের সাথে "ব"
এবং দ্বিতীয় বাক্যে "বসা" শব্দের সাথে "ছ"
এবং তৃতীয় বাক্যে "বসা" শব্দের সাথে "ছিলাম" এই অক্ষরগুলো যুক্ত হয়েছে ।
এখন আমরা যদি ক্রিয়া থেকে অতিরিক্ত অক্ষরগুলো আলাদা করার নিয়ম জেনে নেই তাহলে আমাদের কোন বাক্য কোন কালে পড়েছে , তা বের করা সহজ হবে ।
নিয়ম গুলো লক্ষ করো :
কোনো ক্রিয়ার মূল যে কয়টা অক্ষর আছে তা ব্যতিত সব অক্ষরই ,অতিরিক্ত অক্ষর (যেমন : বসিতেছিলোএখানে বসাহলো মূল শব্দ, “বসাথেকে বসিতেছিলোএসেছে )।এই অতিরিক্ত অক্ষগুলোই মূলত বক্যের ক্রিয়াকে বিভিন্ন কালে নিয়ে যায়। (আর এই ক্রিয়াকে বিভিন্ন কালে নেয়াকেই তো tense বলে । অন্য কথায় "কোনো কাজ ঘটার সময় বা কালকে tense বলে । তাহলে বলতে পারি যে tense পরিবর্তনের জন্য কিছু কিছু অক্ষরই প্রধান ভুমিকা রাখে ।)
নিচের বাক্যগুলো লক্ষ করঃ (অতিরিক্ত অক্ষরগুলোকে আমরা প্রতিক বলব)(মূল শব্দটা হল বসাএবং মূল অক্ষরগুলো হলোএবং  
                                   . বর্তমান
  • আমি বসি ——————× (cross)(অতিরিক্ত অক্ষর নেই) 
  • আমি বসিতেছি –––––––– ত + ছ
  • আমি বসিয়াছি ---------য় + ছ                        
    ২.অতিত 
  • আমি বসিলাম——— ল (“ম” টা এখানে “আমি” থাকার কারনে এসেছে) 
  • *1 আমি বসিতে ছিলামত + ল (টা এখানে আমিথাকার কারনে এসেছে)
  • *1 আমি বসিয়া ছিলাম—--------- য় + ল (টা এখানে আমিথাকার কারনে এসেছে)
    (*
    1চিহ্নিত )উভয় বাক্যে অতিরিক্ত অক্ষরগুলো যথাক্রমে ,,,ম এবং য়,,,ম । বাদ যাবে যেহেতু তা আমি থাকার কারনে এসেছে । প্রতিক হিসাবে আমরা ঐ অক্ষরগুলো নিব যা অতিরিক্ত অক্ষরগুলোর প্রথম ও শেষে থাকবে । তাহলে আমরা ত,,ল থেকে ত ও ল এবং এবং য়,,ল থেকে য় ও ল নিলাম।
    ৩.ভবিস্যত
  • আমি বসবো—————– --------- 
  • * আমি বসিতে থাকব——— ত + ব 
  • * আমি বসিয়া থাকব——-— য় + ব
    (*২চিহ্নিত)=উভয় বাক্যে অতিরিক্ত অক্ষর ত,,,ব এবং য়,,,ব প্রতিক হিসাবে আমরা ঐ অক্ষরগুলো নিবো যা অতিরিক্ত অক্ষরগুলোর প্রথম ও শেষে থাকে ( আগের নিয়মেই ) । মাঝে কি আছে না আছে , দেখার প্রয়োজন নেই । 
থাহলে আমরা মোট প্রতিক পেলাম ( x + ত + ছ + য় + ছ ) এবং ( ল + ত + ল + য় + ) এবং ( ব + ত + ব + য় + ব ) এখন আমরা গানিতিক নিয়মে বুঝার চেস্টা করব : { যারা উৎপাদকে দুবর্ল তারা ঝটপট অনুশীলনী ৩.৩ , ৩.৪ , ৩.৫ (নবম ও দশমশ্রেনীর জন্য) দেখে নাও }
  • =(প্রথম অংশের অতিরিক্ত অক্ষর ) (দ্বিতীয় অংশের অতিরিক্ত অক্ষর ) (তৃতীয় অংশের অতিরিক্ত অক্ষর)
    ={X (CROSS)
    অঙ্কর সুবিধার্তে বাদ দেয়া হল}(ত.ছ + য়.ছ) x (ল + ত.ল + য়.ল ) x (ব + ত.ব +য়.ব)
    ={
    ছ ( ত + য় )} x {ল (ত + য় )} x {ব (ত + য় )}
    = (
    ত + য় ) (ছ x x ব)
    =
    x x x x

    (প্রতীক বা Symbol) 
দেখলে !
Tense-ও কি সুন্দর গানিতিক নিয়ম মেনে চলে !পনেরোটা প্রতীক থেকে এখন মাত্র পাঁচটা । (CROSS) × সহ মোট ছয়টা ।
অবশ্যই মুখস্ত করতে হবে যে :                       
  • × (cross) এবং হলে বুঝাতে হবে যে বাক্যটা present tense-এর । 
  • হলে বুঝাতে হবে যে বাক্যটা past tense-এর । 
  • হলে বুঝাতে হবে যে বাক্যটা future tense-এর ।
  • হলে বুঝাতে হবে যে বাক্যটা continuous tense-এর ।
  • হলে বুঝাতে হবে যে বাক্যটা perfect tense-এর।
তাহলে :
  • সে বসে ————--- x= present
  • সে বসিতেছে——— ত + ছ                                                  
                                  ত = continuous                                                    
                                  ছ = present                           
                                অতএব বাক্যটা present continuous-এর বাক্য । 
  • সে বসিয়াছে———— য়+ছ                              
                                    য় = perfect
                                    ছ = present
                                   অতএব বাক্যটা present perfect-এর বাক্য ।
  • সে বসিল ------ ল
    ল = past
  • সে বসিতেছিল --ত + ল          
                                         ত = continuous
                                         ল = past
                                         অতএব বাক্যটা past continuous-এর বাক্য ।
  • সে বসিয়াছিলয় + ল
    য় = perfect
    ল = past
    অতএব বাক্যটা past perfect-এর বাক্য ।
  • সে বসিবে—————
                                                 ব = future
  • সে বসিতে থাকিবে —— ত + ব
    ত = continuous
    ব =future
    অতএব বাক্যটা future continuous-এর বাক্য ।
  • সে বসিয়া থাকবে–––– য় + ব             
                                                       য় = perfect
                                                      ব = future
                                                      অতএব বাক্যটা future perfect-এর বাক্য ।
  • এখানে একটা জিনিস লক্ষো করেছো !
    বাক্য সবগুলো কিন্তু সাধু ভাষার । কারন সাধু ভাষার বাক্যগুলো ব্যকরনের সব নিয়ম মেনে চলে । কথ্য ভাষার বাক্যগুলো ব্যকরনের সব নিয়ম মেনে চলে না ।
  •  • যাদের tense সম্পর্কে হালকা ধারনা আছে ,তারা লক্ষ করেছ যে tense মূলত বারো প্রকার কিন্তু এখানে আলোচনা হয়েছে মাত্র নয় প্রকারের । কারন বাকি তিন প্রকার tense, এইগুলো বুঝলে সহজ ।তাই প্রথমে এগুলো বুঝে,পরে ঐগুলো বিঝবো।
    অনুশীলনীঃ
    তাহলে এখন বলোতো নিচের কোনটা কোন tense-এর এবং কোনটায় কোন symbol আছে ?
    1.তুমি বসিতে থাকিবে _future continuous
    2.তুমি স্কুলে যাইবে ___________________
    3.সে স্কুলে গিয়াছিল —————————–
    4.আমি স্কুলে গিয়াছি —————————
    5.সে বসে –––––––––––––––––––––––––
    6.তুমি লেখ ––––––––––––––––––––––––
    7.তারা লিখিতেছিল –––––––––––––––––––
    8.আমি লিখিতেছি ––––––––––––––––––––
    9.তোমরা লিখিতে থাকিবে ––––––––––––––
    10.সে লিখিবে –––––––––––––––––––––––
    এখন নিচের প্রতিকগুলো দিয়ে বাক্য বানাও
     ব = সে যাবে /খাবে /বসবে ইত্যাদি
     ত + ব = ––––––––––––––––
     ল = –––––––––––––––––––
     ত + ল = –––––––––––––––––
     ত + ছ = –––––––––––––––––
     য় + ছ= –––––––––––––––––
    × = ––––––––––––––––––––

     য় + ল = –––––––––––––––––
    × = ––––––––––––––––––––

    তোমরা নিজে নিজে আরো বেশী অনুশীলন করবে । 
                                                                                                      সতর্কতা :
  • - “ সে যায় এই বাক্যে অতিরিক্ত অক্ষর কোনটা ?
    - (
    পাঠকের উত্তর) এখানে অতিরিক্ত অক্ষর যা perfect বুঝাচ্ছে ।
    -
    নাহ , হলো না ।এখান কোনো অতিরিক্ত অক্ষর নেই।
    যে তুমি এখানে দেখতে পাচ্ছো তা আসলে যাওয়া এই verb-এর মূল শব্দের মূল অক্ষর । যাওয়া দিয়ে perfect বুঝানোর জন্য যাইয়াছে” , “যাইয়াছিল” , “যাইয়া থেকিবেহবে ।যাওয়া” , “খাওয়া” , “শোওয়াইত্যাদি মূল ক্রিয়া থেকে যে যায় ”, “ খায় ”, “ শোয় ক্রিয়া বা verb বের হয় তার ”-টা মূল verb-এর মূল অক্ষর । perfect-এর নয় । কারন তুমি তো যায়”-কে যাওয়ায়ে বা খাওয়া কে খাওয়ায়ে অথবা যাওয়া + য়াছে বাযাওয়া + য়াছিলইত্যাদি বলতে পারবেনা । আসলে মূল কথা হলো বাংলায় কনো মূল ক্রিয়ার শেষে ওয়াথাকলে আমরা সাধারনত এভাবেই ব্যবহার করে থাকি । এটার কোনো কারন আমার কাছে নাই । যেমন : খাওয়া থেকে খায় , খাই , খাইয়াছি । যাওয়া থেকে যায় , যাই , যাইয়াছি ইত্যাদি হবে । খায় , যায় , শোয় এর দেখে perfect-এর মনে করবে না । (অধিক অনিশীলনের মাধ্যমে এগুলো ঠিক হয়ে যাবে )
 -আচ্ছা ! বলোতো আমি ভাত খাচ্ছি এটা কোন tense ?
-(পাঠকের উত্তর) এটা present tense
-হ্যাঁ , তুমি দেখেই present বলে ফেলেছো , তাই না !
আসলে বিষয়টা এমন না , আমরা যত উদাহরন দিয়েছি তা আসলে সাধু রীতিতে ছিল কিন্তু এই বাক্যটা কথ্য রীতিতে বলা হয়েছে । এই বাক্যটা সাধু ভাষায় নিলে কি হবে ?
- (পাঠকের উত্তর ) আমি ভাত খাইতেছি
- তাহলে এখন বলোতো এটা কোন tense ?
- (পাঠকের উত্তর ) present continuous tense
-আসলে কি জানো,আমাদের এই প্রতিকগুলো নিখুঁত ভাবে সাধু রীতিতেই পাওয়া যায় । তাই tense চেনার জন্য কথ্য রীতির বাক্যকে সাধু রীতিতে আনতে হবে ।
নিচে কয়েকটি দেখানো হলঃ
o বসেছি থেকে বসিয়াছি
o বসছি থেকে বসিতেছি
o বসছিল থেকে বসিতেছিল
o বসেছিল থেকে বসিয়াছিল
o বসে থাকবে থেকে বসিয়া থাকবে
(অন্য tense-এর ক্রিয়াগুলোর মধ্যে অবশ্য সাধু-চলতি উভয় রীতিতে আমাদের প্রতিকগুলো নিখুঁত ভাবে পাওয়া জায় । তাই ঐগুলো দেখানো হলো না।
  “ সে ঘুরতে যাবে এই বাক্যে এবং আছে । তাই বলে এটা future continuous tense-এর বাক্য না । এখানে ঘুরতে”-এর ”-টা জন্যঅর্থে , continuous-এর না । এটা symbol-এর অংশ না । ”-টা অবশ্য symbol-এর অংশ । ”-এর জন্য “will” হবে ।
এই বাক্যের ইংলিশ হবে “ He will go for wandering ”
English to Bangla :
এতক্ষণ আমরা বাংলায় কোন্ বাক্য কোন্ tense-এ পড়ে তা বুঝলাম , এখন আমরা বুঝবো , english বাক্য দেখে কিভাবে tense চেনা যায় ।
মূল আলোচনায় যাওয়ার আগে আমরা কয়েকটি বিষয় জেনে নেই :  
যে কোনো verb-এর কয়েকটা রূপ থাকে ।
এগুলো হলো :
o Present রূপ
o Past রূপ
o Past participle (P.P) রূপ
o –ing যুক্ত রূপ
o Base form মুল রূপ
Base form              Present form        Past form              P.P form            -ing form
 Be                               Am/is/are               Was/were          Been                      Being
Have                          Have/has                 Had                       Had                      Having   
Do                                Do                          Did                   Done                Doing
Go                               Go                           Went                gone                   going
একটু লক্ষো করলে দেখতে পাবে যে শুধুমাত্র “Be” এবং “Have” এই দুই verb-এর base form-এর সাথে present form-এর মিল নেই বাকি অন্যান্য verb-এর মিল রয়েছে । তাই অনেকেই present form-কে base form বলেন । আমরা আমাদের সুবিধার্তে base form এবং present form আলাদা আলাদা করে উল্লেখ করব ।
কয়েকটি নিয়ম লক্ষো করো :
  • “ To be verb ” বলতে am , is , are , was , were , been এবং “ to have verb” বলতে have , has , had সবটাকে বুঝানো হয় ।  Have এই base form-এর present form হলো have এবং has এখন প্রশ্ন হলোকখন কোনটা ব্যবহার হবে ? ” এর উত্তর হলো সব ক্ষেত্রে have এবং he , she , it বা যে কোন নামের ক্ষেত্রে has ব্যবহার হবে (আমি 3rd person singular number এর মত জতিল বিষয়ে যাইনি )।
যেমনঃ
He / Rayhan has written
She / Bushra has written
It / The bird has flown (ইত্যাদি) 
  • He , she , it বা যে কোন নামের পর যদি verb-এর present form হয় তবে ঐ verb-এর শেষে “s” বা “es’ যুক্ত হবে । সব verb-এর শেষে “s” যুক্ত হয় কিন্তু যদি verb-টির শেষে s, ss, sh, ch, x, o থাকে তাহলে “es” যুক্ত হবে । আরেকটা ব্যতিক্রধর্মী নিয়ম আছে । তা এখন না হয় বাদিই দিয়া দিলাম । নাহ্ ! বলছি যখন বলেই ফেলি । Verb-এর শেষে যদি “y” থাকে এবং এই “y”-এর আগে consonant letter (a,e,i,o,u ছাড়া সব হলো consonant letter a , e , i , o , u হলো vowel ) থাকে তবে ‘y’ উঠে গিয়ে ‘ies’ যুক্ত হবে ।
যেমনঃ
He / Shimul  cries   (মুল শব্দ cry)

She / Salwa  fries  (মুল শব্দ fry)
কিন্তু “y”-এর আগে vowel থাকলে সাবাভাবিক নিয়মেই ‘s’ যুক্ত হবে ।
যেমনঃ
He / Hakim plays
She / Salwa says 
Be এই base form-এর present form তিনটা এবং past form দুইটা ।
এখন প্রশ্ন হলো কোনটা কখন কথায় ব্যেবহার হবে ?
তাই না !
  • present form-এর ক্ষেত্রে আমরা সবসময় “are” ব্যবহার করব । শুধু “I”-এর ক্ষেত্রে “am” এবং he / she / it বা কোনো নামের ক্ষেত্রে “is” ব্যবহার করব (আমি 3rd person singular number এর মত জতিল বিষয়ে যাইনি )
যেমনঃ
I am going
He / she / it / faizul / zuhra is going
We / you / they are going
এই তো গেলো present form-এর তিনটার কথা ।
  • এখন আসো “Be”-এর past form-এর দুইটার কথায় । এক বচনের ক্ষেত্রে was এবং বহুবচনের ক্ষেত্রে were ব্যবহার করবো । ( you-এর ক্ষেত্রে সব সময় were ব্যবহার হবে । কারণ you-এর একবচন যা, বহুবচন তা । )
He / she / I was going
They / you were going ( you= তুমি বা তুমরা ) 
  • Verb-এর P.P form-এর আগে অবশ্যই একটা to have verb বসে ।
যেমনঃ
I had gone I will have been going to . . . . . . . 
  • -Ing যুক্ত verb-এর আগে অবশ্যই একটা to be verb বসে ।
যেমনঃ I am going I will have been going to . . . . . . . . . 
  • will-এর পর অবশ্যই verb-এর base form বসে ।
যেমনI will go I will have been going to. . . . . . . . . . . . .

এখন মূল আলোচনায় আসা যাক ।
আসার আগে বলোতো
“ I will have been giong to. . .” এই বাক্যে কয়টা নিয়ম প্রযোজ্য ।
- একটা .......দুইটা ......নাহ্ তিনটা নিয়ম প্রযোজ্য ।
- I will have beengoingto ............
১.আমরা যানি will-এর পর verb-এর base form বসে তাই will-এর পর have এই base form বসেছে ।
২.আমরা জানি P.P form-এর আগে “to have verb” বসে । তাই been-এর আগে have বসেছে ।
৩.আমরা জানি -ing যুক্ত verb-এর আগে “to be verb” বসে । তাই going-এর আগে been বাসেছে । ( দেখলে একই বাক্যে কিভাবে তিনটা নিয়ম প্রয়োগ হল ) উপরের নিওমের আলোকে বলোতো নিচের বাক্যগুলো সঠিক কিনা ? যদি সঠিক না হয় তবে কেন সঠিক না এবং সঠিক হলে কেমন হবে ?
• He will had been going .
•I will have been gone . (double কনো কিছুই ভালনা । কিন্তু এখানে দুটো P.P form এসেছে তুমি তা শুদ্ধ করো )
• I have been going .
• I had been going .
• I had been gone .
• I have gone .
• I had gone.
• He has going .
• He has gone .
• They was going . (was এবং were-এর ব্যবহার মনে আছেতো)
• He go .
• I goes .
• They plays .
• She cries .
• We flies .
এভাবে বন্ধুদের জিজ্ঞেস করবে এবং বন্ধুরাও যেন তোমাকে জিজ্ঞেস করে । অধিক অনুশীনই তোমার উদ্দেশ্যে সফল হতে সাহায্য করবে । এগুলো ভালো ভাবে রপ্ত হলে right form of verb তোমার জন্য সহজ হবে ।
এখন এসো মূল আলচনায় :
ক অংশ
Shimul eats rice (s যুক্ত হওয়ার কারন মনে আছেতো !)                               
                                                         Shimul is eating rice
                                                        Shimul has eaten rice (has যুক্ত হওয়ার কারন মনে আছেতো !)
খ অংশ
                                                         Shimul ate rice
                                                         Shimul was eating rice (এখানে শিমুলের পরিবর্তে they হলে কী হবে , বলোতো!)
                                                         Shimul had eaten rice
গ অংশ
                                                          Shimul will eat rice
                                                         Shimul will be eating rice
                                                         Shimul will have eaten rice (নামের পর has বসে কিন্তু এখানে have কেন বসলো ?) এই উদাহরনগুলোতে শিমুলের ভাত খাওয়ার কাজটা বিভিন্ন কালে নিয়ে গিয়েছে কোন শব্দটা ?
“eat” এবং তার আগে অবস্থিত কিছু auxiliary verb
ক অংশের
প্রথম উদাহরনে auxiliary verb নাই , তাই eat অর্থাৎ মূল verb-এর form-টাই বাক্যের tense পরিবর্তনের জন্য দায়ী
দ্বিতীয় উদাহরনে to be verb-এর present form এবং মূল verb-এর ing form-টা বাক্যের tense পরিবর্তনের জন্য দায়ী। 
তৃতীয় উদাহরনে to have verb-এর present form এবং মূল verb-এর P.P form-টাই বাক্যের tense পরিবর্তনের জন্য দায়ী
note১: (auxiliary verbগুলো হলো am , is , are , was , were , been , have , has , had , shall , should , will , would , can , could , may,might, do did ,done , need , ought , must , dare , ইত্যাদি । (দাগ দেয়া অংশগুলো এক সুরে পড়বে)
আবার
খ অংশের
প্রথম উদাহরনে auxiliary verb নাই , তাই eat অর্থাৎ মূল verb-এর form-টাই বাক্যের tense পরিবর্তনের জন্য দায়ী
দ্বিতীয় উদাহরনে to be verb-এর past form এবং মূল verb-এর ing form-টা tense পরিবর্তনের জন্য দায়ী
তৃতীয় উদাহরনে to have verb-এর past form এবং মূল verb-এর P.P form-টাই tense পরিবর্তনের জন্য দায়ী
গ অংশের
প্রথম উদাহরনে will-টাই বাক্যের tense পরিবর্তনের জন্য দায়ী
দ্বিতীয় উদাহরনে will এবং মূল verb-এর ing form-টা tense পরিবর্তনের জন্য দায়ী
তৃতীয় উদাহরনে will এবং মূল to have verb-টাই tense পরিবর্তনের জন্য দায়ী (কী কী জিনিস tense পরিবর্তনের জন্য দায়ী তা মুখস্ত করার জন্য বলা হয় নাই, বরং এগুলো বুঝার চেষ্টা করবে )
এখন পৃথক পৃথক ভাবে প্রতিটি অংশ লক্ষো করোঃ
ক অংশ :
1. “shimul eats rice” এখানে “eat” কোন form-এ আছে ?’
- (পাঠকের উত্তর) অব্যশই তা present রুপে আছে ।
- হ্যাঁ ,যখন verb-এর রূপ present তখন তা present indifinit tense বা simple present tense আবার verb-এর রূপ যদি past হয় তখন তা past indifinit tense বা simple past tense
2. shimul is eating rice এখানে eat-এর কোন form ?
- (পাঠকের উত্তর) eat-এর -ing যুক্ত রূপটা বসেছে - -ing যুক্ত verb-এর আগে যে to be verb বসে তা মনে আছে তো !
এখন বলোতো to be verb-এর কোন form-টা বসেছে ?
- (পাঠকের উত্তর) to be verb-এর present form, is বসেছে ।
হ্যাঁ , কিন্তু আরেকটা কথা যে বলা হয় নি !
কয়েকটা নিয়ম লক্ষো করঃ
মূল verb-এর -ing form-টা দেখলেই বুঝবে যে তা continuous tense o -ing form-এর আগে অবশ্যই একটা to be verb বসবে। এবং ঐ to be verb-এর রূপ দেখে বলতে হবে ঐ বাক্য কোন tense-এর । এখন যদি ঐ to be verb-এর রূপ টা present হয় তাহলে বাক্যটা present continuous tense-এর বাক্য আর যদি ঐ to be verb-এর রূপ টা past form-এর হয় তাহলে বাক্যটা past continuous tense-এর বাক্য । (to be verb-গুলো মুলত এখানে auxiliary verb হিসাবে আছে । ) • Will দেখে বুঝবে যে তা future tense-এর বাক্য । ( তবে I এর ক্ষেত্রে shall ব্যাবহার হবে,আবার will ব্যাবহারও চলবে )
মূল verb-এর P.P form-এর আগে to have verb থাকলে বুঝতে হবে যে এটা perfect tense-এর বাক্য । এবং ঐ to have verb-এর রূপ দেখে বলতে হবে তা কোন tense-এর perfect যদি ঐ to have verb-এর রূপ টা present হয় তাহলে বাক্যটা present perfect tense-এর বাক্য আবার যদি ঐ to have verb-এর রূপ টা past form-এর হয় তাহলে বাক্যটা past perfct tense-এর বাক্য ।
বাংলা এবং english-এর সাথে মিলগুলো লক্ষো করো
• -ing = ত = continuous........
•Will = ব = future..............
• To have verb = য় = perfect
মূল verb-এর present রূপ = ছ / × = present...............
মূল verb-এর past রূপ = ল = past...............
- এখন বলত shimul is eating rice এটা কোন tense ?
- (পাঠকের উত্তর) ing যুক্ত তাই এটা continuous tense
- কোন continuous ? present continuous tense নাকি past continuous tense নাকি future continuous tense ?
- (পাঠকের উত্তর) present continuous tense , ing-যুক্ত রূপ দেখে বললাম continuous এবং to be verb-এর রূপ দেখে বললাম তা present
- এই বাক্যে is কেন ব্যেবহার হলো ? am অথবা are ব্যাবহার হতে পারতনা ? কারনগুলো মনে আছে তো !
আচ্ছা ! বলোতো shimul was eating rice বাক্যটা কোন tense-এর ?
- (পাঠকের উত্তর) -ing যুক্ত তাই continuous এবং to be verb-এর past form তাই এটা continuous সুতরাং এটা past continuous tense
3. shimul has eaten rice এখানে eat-এর কোন রূপ বসেছে ।
-(পাঠকের উত্তর) এখানে eat-এর P.P form বসেছে ।
- P.P form এর আগে to have verb আছে তাই, বুঝতে হবে যে এটা perfect tense-এর বাক্য এবং এই to have verb-এর রূপ টা present তাই এটা persent perfect tense তাহলে shimul had eaten rice এটা কোন tense ?
-এটা past perfect tense কারন to have verb আছে তাই বুঝলাম যে perfect এবং ঐ to have verb-এর রূপ past তাই বুঝলাম past perfect tense
খ অংশের
আলচনার প্রয়োজন নাই
গ অংশ :
  1. Shimul will eat rice এই বাক্যটা কোন tense -এ পড়ে ?
-will দেখে বঝতে হবে future tense তাই এটা future indifinite tense বা simple future tense । (will-এর পরে যে verb-এর base form বসে , তা মনে আছে তো ! )
2. Shimul will be eating rice-এই বাক্যটা কোন tense-এ পড়ে ?
-(পাঠকের উত্তর) এটা future continuous tense কারন will দেখে বুঝলাম যে এটা future এবং -ing form দেখে বুঝলাম যে এটা continuous -তুমি কি লক্ষো করেছ, যে will-এর ভয়ে to be verb-টা নড়া চড়া না করে base form-টাই বসেছে । (-ing যুক্ত verb -এর আগে যে to be verb বসে তা মনে আছে তো ! )
3. Shimul will have eaten rice বাক্যটা কোন tense-এর ?
- (পাঠকের উত্তর) এটা future perfect tense-এর বাক্য ।
- কিভাবে বুঝলে ?
- ( পাঠকের উত্তর ) will দেখে বুঝেছি যে বাক্যটা future tense এবং to have verb দেখে বুঝলাম perfect tense.
- আচ্ছা! আমরা জানি he / she / it বা নামের পর has বসে কিন্তু এখানে shimul এই নামের পর কেন have হলো ? প্রশ্ন জাগেনা !? আসলে বিষয়টা হলো যে will-এর শক্তি বেশী তো তাই shimul থাকা সত্তেও has-কে আসতে দেয়নি । have-ই বসেছে । যেহেতু আমরা যানি যে will-এর পর verb-এর base form বসে ।
এই তো tense শেষ !!
শেষ করার আগে নিয়মগুলো এক নজর দেখেনেই ।
মূল verb-এর -ing form-টা দেখলেই বুঝবে যে তা continuous tense কোন continuous ? তা বুঝতে হবে -ing যুক্ত verb-টির আগে অবস্থিত to be verb-এর রূপ দেখে । ( -ing যুক্ত verb-এর আগে কিন্তু অবশ্যই to be verb বসে )
• Will দেখে বুঝতে হবে যে তা future tense-এর বাক্য (will-এর পর কিন্তু verb-এর base form বসে )
• Have দেখে বুঝতে হবে যে বাক্যটা perfect tense-এর বাক্য । ( Verb-এর P.P form-এর আগে অবশ্যই একটা to have verb বসে )
• Verb-এর আগে কোনো to have verb বা to be verb না হলে ঐ মূল verb-এর রূপ দেখে বলতে হবে যে তা কোন tense-এর বাক্য । (to be verb-টা আসলে auxiliary verb । )
নিওমগুলো মনে রেখে বলোতো নিচের কোনটা কোন tense-এর বাক্য ।
1. He goes (es বা s যুক্ত হওয়ার কারন মনে আছেতো!)
2. I go .
3. I will go .
4. I am going .
5. He is going . (একই tense কিন্তু am/is/are হওয়ার কারন কী?)
6. They are going .
7. I was going .
8. You were going .
9. He will be going .
10. He will have done the work .
11. I had eaten .
12. I have eaten .
13. I went .
14. I will be going .
কয়েকজন বন্ধু মিলে এগুলো practice করবে কারন তুমি তো জানো practice makes a man perfect
( বলতো এটা কোন tense ? )
-বলো তো tense কয় পকার ?
-(পাঠকের উত্তর) তিন প্রকার -হ্যাঁ মূলোতো তিন পকার ।
ঐ তিন প্রকারেকে আবার চারটা চারটা করে বারটা বানানো হয়েছে ।
অর্থাৎ
* Present indefinite tense
* Present continuous tense
* Present perfect tense
Present perfect continuous tense
* Past indefinite tense
* Past continuous tense
Past perfect tense
Past perfect continuous tense
* Future indefinite tense
* Future continuous tense
Future perfect tense
Future perfect continuous tense
  • Note: * চিহ্নিত tense-গুলো কথ্য ভাষায় সবচেয়ে বেশী ব্যবহৃত হয় । আচ্ছা ! বলোতো আমরা কয় প্রকারের tense আলোচনা করেছি ? মাত্র নয় প্রকারের । তাই না ! কারন বাকি তিন প্রকারের ব্যবহার খুবই কম এবং একটু জটিল , যদিও এখন তোমরা বুঝবে । এখন এগুলো নিয়ে আলোচনা করছি । 
 বাকি ছিল এই tense-গুলো
1. Present perfect continuous tense
2. Past perfect continuous tense
3. Future perfect continuous tense
আচ্ছা ! এখন এগুলোর একেকটা বাক্য লক্ষো করো
1. I have been reading ..........( Present perfect continuous tense)
2. I had been reading.............( Past perfect continuous tense)
3. I will have been reading .......... (Future perfect continuous tense)
প্রথম বাক্যটা লক্ষো করো:
I have been reading যেহেতু continuous তাই verb-এর সাথে -ing যুক্ত হবে । তখন হবে I reading আবার যেহেতু perfect তাই to have verb বসবে । এখন হবে I have/has/had reading (to have verb = have / has / had) আবার যেহেতু present tense-এর বাক্য তাই to have verb-এর present রূপ টা বসেছে । এখন বাক্যটা হবে I have reading এই বাক্যটা যদি সঠিক হয় তাহলে আমাদের পড়া কোয়েকটা নিয়ম ভুল হয়ে যাবে ।
নিওমগুলো হলো:
1. –ing যুক্ত verb-এর আগে to be verb বসে । ( কিন্তু এখানে to be verb নেই )
2. To have verb-এর পরে verb-এর P.P form বসে ।(কিন্তু এখানে –ing form আছে)
এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে, বাক্য ঠিক রেখে নিয়ম পরিবর্তন করব । নাকি নিয়ম ঠিক রেখে বাক্য পরিবর্তন করব আমদের নিয়ম ঠিক রেখে বাক্য পরিবর্তন করতে হবে । তাহলে চলো আমরা নিয়ম অনুযায়ী বাক্যটা পরিবর্তন করি । আমাদের নিয়মটা হলো -ing যুক্ত verb-এর আগে to be verb হয় । (to be verb দ্বারা কি কি বুঝানো হয় তা মনে আচ্ছে তো ! ) সেই অনুযায়ী বাক্যটা হবে I have am reading, এখানে am ব্যবহার করা কি ঠিক হয়েছে?
- ( পাঠকের উত্তর ) হ্যাঁ, কারন I-এরএর সাথে তো am ব্যবহার হয় ।
- তা ঠিক ,কিন্তু to have verb-এর পর যে verb-এর P.P form বসে (তা মনে আচ্ছে তো ! ) তাহলে বাক্যটা হবে I have been reading । ( have-এর শক্তি বেশি তো তাই, am কে সরিয়ে নিজের নিয়মটাই ঠিক রেখেছে ) ।
দ্বিতীয় বাক্য
দ্বিতীয় বাক্য সম্পর্কে একই কথা (to have verb-এর past রূপ বসেছে যেহেতু এটা past perfect contiuous tense )
তৃতীয় বাক্যটা লক্ষো কর:
“I will have been reading” বাক্যটা কোন tense-এ পড়ে?
- ( পাঠকের উত্তর ) future perfect continuous tense
- বুঝলে কি করে ?
- (পাঠকের উত্তর ) will দেখে বুঝলাম future Have দেখে বুঝলাম perfect -Ing দেখে বুঝলাম continuous
- এখানে been আসার কারনটা এবং to have verb-এর base form, “have”-টা আসার কারনটা মনে আছে তো !
- (পাঠকের উত্তর) হ্যাঁ, মনে আছে !
Will-এর পর verb-এর base form বসে এবং to have verb-এর পর verb-এর P.P form বসে ।
এই তো tense শেষ ।
এই নিয়মগুলো  পরে আলোচনা করলাম কারন এগুলোর ব্যবহার খুবই কম । এগুলো শুরুতে আলোচনা করলে পরে কষ্ট হয়ে যেত ।
আচ্ছা ! আরেকটা জিনিস বলা হলো না, এই তিনটা tense-এর সাথে সবসময় সময়ের উল্লেখ থাকবে (বাংলায় সময় বুঝাতে যাবতবা ধরেহবে । যাবতহলে for এবং হইতে/থেকে/ধরেহলে since হবে ) এতক্ষন আমরা ইংলিশ থেকে এই tense-গুলো চেনার উপায় জানলাম
এখন আমরা বাংলা থেকে এই tense-গুলো চেনার উপায় জানব ।
তার আগে আমাদের আরো কয়েকটা জিনিসের সাথে পরিচয় হতে হবে । আমরা আগেই জেনেছি যে, এই তিন প্রকারের tense-এ সময়ের উল্লেখ থাকে । সময়ের উল্লেখ থাকা মানে perfect-এর লক্ষন । তাহলে এখন আমরা perfect-এর জন্য দুটো symbol বা প্রতিক পেলাম একটা হল এবং আরেকটা হল সময়ের উল্লেখ এখন present perfect continuous tense-এর একটা বাক্য লক্ষো কর
যেমনঃ আমি দুই ঘণ্টা যাবত পড়িতেছি
বাক্যটিতে দুই ঘণ্টা যাবতদেখে বুঝতে হবে যে তা perfect
দেখে বুঝতে হবে যে তা continuous
দেখে বুঝতে হবে যে তা present
একই ভাবে বলোতো আমি দুই ঘণ্টা যাবত খেলিতে ছিলামএটি কোন tense ?
বাক্যটিতে দুই ঘণ্টা যাবতদেখে বুঝতে হবে যে তা perfect “দেখে বুঝতে হবে যে তা continuous
দেখে বুঝতে হবে যে তা past
তাহলে বাক্যটি হবে past perfect continuous tense-এর বাক্য ।
আবার
আমি দুই ঘণ্টা যাবত পড়িতে থাকব
বাক্যটিতে দুই ঘণ্টা যাবতদেখে বুঝতে হবে যে তা perfect
দেখে বুঝতে হবে যে তা continuous
দেখে বুঝতে হবে যে তা future
তাহলে বাক্যটি হবে future perfect continuous tense-এর বাক্য ।
এখন যদি কেউ তোমাকে এরকম বাক্য দিয়ে জিজ্ঞেস করে যে বলতো এটা কোন tense ?”
তখন তুমি এ কৌশল কাজে লাগিয়ে সহজে উত্তর দিতে পারবে এতক্ষন তো গেল বাক্য থেকে tense বের করার উপায় ।
এখন আমরা আলোচনা করব কিভাবে tense থেকে বাক্য বের করা যায়?
লক্ষ করো
Indefinite tense
*present indefinite-এর বাংলা বাক্য তৈরি করার জন্য , আমাকে চিন্তা করতে হবে এর প্রতীক কী কী ?” আমরা জানি present indefinite tense-এর ক্ষত্রে কোনো প্রতীক থাকে না । যেমন আমি লিখি। এখানে কোনো প্রতীক নেই । তাই এ বাক্যটি হচ্ছে present indefinite- বাংলা বাক্য । ইংরেজীর জন্য মূল verb-এর present রূপ বসিয়ে দিতে হবে । যেমনঃ I eat
*past-এর প্রতীক তাই past indefinite tense-এর বাক্যটি হবে আমি লিখিলামইংরেজীর জন্য মূল verb-এর past রূপ বসিয়ে দিতে হবে । যেমনঃ I ate
*future-এর প্রতীক তাই future indefinite tense-এর বাক্যটি হবে আমি লিখিবইংরেজীর জন্য মূল verb-এর আগে will এবং verb-এর base রূপ বসিয়ে দিতে হবে । যেমনঃ I will eat (will-এর নিয়ম অনুযায়ী verb-এর base রূপ বসেছে )
continuous tense
*Present continuous tense-এর বাংলা বাক্য তৈরি করার জন্য , আমাকে চিন্তা করতে হবে এর প্রতীক কী কী?” আমরা জানি continuousএর প্রতীক এবং present-এর প্রতীক অর্থাৎ Present continuous tense-এর প্রতীক , যেমন আমি লিখিতেছিতাই এ বক্যটি হচ্ছে Present continuous tense-এর বাংলা বাক্য । ইংরেজীতে ”-এর জন্য মূল verb-এর সাথে -ing form এবং”-এর to be verb-এর present রূপ বসিয়ে দিতে হবে । যেমনঃ I am eating. ( কখন am,কখন is আর কখন are বসাতে হয় তা মনে আছে তো ! )
*past-এর প্রতীক এবং continuous-এর প্রতীক অর্থাৎ past continuous tense-এর প্রতীক ,তাই past continuous tense-এর বাক্যটি হবেআমি লিখিতেছিলামইংরেজীতে ”-এর জন্য মূল verb-এর -ing যুক্ত রূপ এবং”-এর জন্য to be verb-এর past রূপ বসিয়ে দিতে হবে । যেমনঃ I was eating.
*future-এর প্রতীক এবং continuous-এর প্রতীক অর্থাৎ future continuous tense-এর প্রতীক ,তাই future continuous tense -এর বাক্যটি হবে আমি লিখিতে থাকবোইংরেজীতে ”-এর জন্য মূল verb-এর আগে will এবং to be verb-এর base form এবং ”-এর জন্য ,verb-এর –ing যুক্ত রূপ বসিয়ে দিতে হবে । যেমনঃ I will be eating (will-এর নিয়ম অনুযায়ী verb-এর base রূপ বসেছে এবং ing যুক্ত verb-এর আগে to be verb বসেছে )
perfect tense
*Present perfect tense-এর বাংলা বাক্য তৈরি করার জন্য , আমাকে চিন্তা করতে হবে এর প্রতীক কী কী ?” আমরা জানি perfect-এর প্রতীক এবং present-এর প্রতীক অর্থাৎ Present perfect tense-এর প্রতীক , যেমন আমি লিখিইয়াছিতাই এ বক্যটি হচ্ছে Present perfect tense-এর বাংলা বাক্য । ইংরেজীতে ”-জন্য to have verb এবং ”-এর জন্য to have verb-এর present রূপ বসিয়ে দিতে হবে । (to have verb-এর পরে মূল verb-এর P.P form বসে ) যেমনঃ I have eat.
*past-এর প্রতীক এবং perfect-এর প্রতীক অর্থাৎ past perfect tense-এর প্রতীক ,তাই past perfect tense-এর বাক্যটি হবে আমি লিখিয়া ছিলামইংরেজীতে ”-জন্য to have verb এবং ”-এর জন্য to have verb-এর past form বসিয়ে দিতে হবে । (to have verb-এর পরে মূল verb-এর P.P form বসে ) যেমনঃ I had eaten.
*Future-এর প্রতীক এবং perfect-এর প্রতীক অর্থাৎ future perfect tense-এর প্রতীক ,তাই future perfect tense -এর বাক্যটি হবে আমি লিখিইয়া থাকবোইংরেজীতে ”-এর জন্য will এবং ”-জন্য to have verb-এর base form বসবে । যেমনঃ I will have eaten (will-এর নিয়ম অনুযায়ী to have verb-এর base রূপ বসেছে এবং to have verb-এর নিয়ম অনুযায়ী মূল verb-এর P.P form বসেছে)
perfect continuous tense
*Present perfect continuous tense-এর বাংলা বাক্য তৈরি করার জন্য , আমাকে চিন্তা করতে হবে এর প্রতীক কী কী?” আমরা জানি present-এর প্রতীক এবং perfect-এর প্রতীক বা সময়ের উল্লেখ” (এটাই এখানে উদ্দেশ্য) এবং continuous-এর প্রতীক অর্থাৎ Present perfect continuous tense-এর প্রতীক ,,সময়ের উল্লেখ যেমন আমি দুই ঘণ্টা যাবত লিখিতেছিতাই এ বক্যটি হচ্ছে Present perfect continuous tense-এর বাংলা বাক্য । ইংরেজীতে সময়ের উল্লেখ”-এর জন্য to have verb এবং ”-এর জন্য to have verb-এর present রূপ এবং ”-এর জন্য মূল verb-এর ing যুক্ত রূপ বসিয়ে দিতে হবে । যেমনঃ I have been writting for two hours । (to have verb-এর পরে মূল verb-এর P.P form বসে এবং ing যুক্ত verb-এর আগে to be verb বসে )
*Past-এর প্রতীক এবং perfect-এর প্রতীক বা সময়ের উল্লেখ” (এটাই এখানে উদ্দেশ্য) এবং continuous-এর প্রতীক অর্থাৎ Past perfect continuous tense-এর প্রতীক ,,সময়ের উল্লেখ যেমন আমি দুই ঘণ্টা যাবত লিখিতে ছিলামতাই এ বক্যটি হচ্ছে Past perfect continuous tense-এর বাংলা বাক্য । ইংরেজীতে সময়ের উল্লেখ”-এর জন্য to have verb এবং ”-এর জন্য to have verb-এর past রূপ এবং ”-এর জন্য মূল verb-এর ing যুক্ত রূপ বসিয়ে দিতে হবে । যেমনঃ I had been writing for two hours । (to have verb-এর পরে মূল verb-এর P.P form বসে এবং ing যুক্ত verb-এর আগে to be verb বসে )
*future-এর-এর প্রতীক এবং perfect-এর প্রতীক বা সময়ের উল্লেখ” (এটাই এখানে উদ্দেশ্য) এবং continuous-এর প্রতীক অর্থাৎ Past perfect continuous tense-এর প্রতীক ,,সময়ের উল্লেখ যেমন আমি দুই ঘণ্টা যাবত লিখিতে থাকবতাই এ বক্যটি হচ্ছে future perfect continuous tense-এর বাংলা বাক্য । ইংরেজীতে সময়ের উল্লেখ”-এর জন্য to have verb এবং ”-এর জন্য will এবং ”-এর জন্য মূল verb-এর ing যুক্ত রূপ বসিয়ে দিতে হবে । যেমনঃ I will have been writing for two hours । (will-এর পর verb-এর base form বসে । to have verb-এর পরে মূল verb-এর P.P form এবং ing যুক্ত verb-এর আগে to be verb বসে ) ।
সতর্কতা:
1. বাংলায় perfect চেনার জন্য দুটো জিনিস, “এবং সময়ের উল্লেখকিন্তু English- একটাই , আর তা হল to have verb
2. আমরা shall এবং will নিয়ে মহা বিপদে পড়ে যাই । কখন will ব্যবহার করব আর কখন shall ব্যবহার করব । আমরা যদি আপাতত American নিয়ম অনুসরন করি তাহলে এই সমস্যার সমাধান হয়ে যায় । কারন American-রা সব ক্ষেত্রে will ব্যবহার করে আর British-রা I-এর সাথে shall এবং you,he,she ইত্যাদি সব ক্ষেত্রে will ব্যবহার করে ।
3. আমরা আগে বলেছি to have verb দেখলেই বুঝবে যে বাক্যটা perfect tense-এর তাই বলে কি “I have a car” বাক্যটা perfect tense-এর?
- না, অবশ্যই না । এখানে নিয়ম হলো যে , to have verb-এর পর,verb-এর P.P form থাকতে হবে । কিন্তু এখানে তা নেই । সুতরাং এটা perfect না । আসলে কথা হলো, to have verb দেখে perfect বলবে তখন , যখন ঐ to have verb-টা auxiliary verb হিসাবে থাকবে।  এখন প্রশ্ন হল to have verb-টা কখন auxiliary verb এবং কখন auxiliary verb নয় তা কিভাবে বুঝব ? নিয়মটা হল to have verb-টা তখনই auxiliary verb (সাহায্যকারী) হবে, যখন তার পরে একটা মূল verb থাকবে । আর যদি মূল verb না থাকে তাহলে ঐ auxiliary verb-টাই মূল verb হিসাবে থাকে ।
যেমনঃ
I had a car বা
I have a car বা
he has a car
এখানের had/have/has গুলো মূল verb হিসাবে আছে । কারন এখানে to have verb-এর পর মূল verb নেই ।
আচ্ছা! I had gone to school এই বাক্যে কিন্তু to have verb-টা auxiliary verb
আবার “Is” সম্পর্কে একই কথা । যেমনঃ This is a car .এখানে is -টা মূল verb is-এর পর মূল verb থাকলে তা auxiliary verb হতো।  যেমনঃ He is giong (am/is/are/was/wereসম্পর্কে একই কথা । )
4. অতিতে যদি দুটি কাজ হয়ে থাকে এবং কোনটা আগে আর কোনটা পরে তা বুঝানোর প্রয়োজন পড়ে তখন আগে যে কাজটি হয়েছিল তা হবে past perfect tense এবং পরে যে কাজটি হয়ে ছিল তা past indefinite বা simple past tense হবে ।
যেমনঃ I had written the letter before he arrived ("before”-এর before- হবে past perfect )
আবার He arrived after I had written the letter (“after”-এর after-এ হবে past perfect)
বাক্য দুটির অর্থ একটু ভিন্ন হলেও উদ্দেশ্য একই । (পার্থক্য শুধু before এবং after-এর ) Future perfect সম্পর্কে একই কথা । তখন future-এ দুটি কাজ ঘটবে । একটা আগে অন্যটা পরে ঘটবে ।
যেমনঃ I will have started before the sun will rise (before-এর before- হবে future perfect)
আবার The sun will rise after we will have started (after-এর after-এ হবে future perfect) বাক্য দুটির অর্থ একটু ভিন্ন হলেও উদ্দেশ্য একই ।
এখন আমরা জানবো কি ভাবে এক tense থেকে অন্য tense-এ যেতে হয় ?
*I go >I went >I will go
*I am going> I was going >I will be going
*I have gone >I had gone >I will have gone
*I have been going >I had been going >I will have been going
টিকা :
১ . verb-এর রুপের পরিবর্তনে tense পরিবর্তন হয়েছে ।
. to be verb-এর রুপের পরিবর্তনে tense পরিবর্তন হয়েছে ।
৩ /৪ . to have verb-এর রুপের পরিবর্তনে tense পরিবর্তন হয়েছের ।
• Future-এর জন্য will হবে।
                                                                                                            The End.......