Navigation Menu

শুক্রবার, ১৭ মে, ২০১৩

মাত্র ১ মিটার চওড়া ও ১০ মিটার লম্বা একটা বাড়ি

মাত্র ১ মিটার চওড়া ও ১০ মিটার লম্বা একটা বাড়ি রয়েছে ব্রাজিলে। এটিই বিশ্বের সবচেয়ে কম প্রস্হের বাড়ি। বাড়িটির মালিক Helenita। বাড়িটি তিন তলা এবং ৪র্থ তলা করার পরিকল্পনা চলছে। মাত্র ১ মিটার প্রশস্ত এই বাড়ির ভেতরে ড্রইং, ডাইনিং, কিচেন, বারান্দা, ওয়াশরুম সহ রয়েছে উপরে ওঠার সিঁড়ি। মিনিসিপলটি প্রথমে এতো কম প্রশস্তের বাড়ি নির্মানের অনুমপি প্রদান করেছিল না। কিন্তু ব্রাজিলের ছোট শহর Madre de Deus এ পর্যটন আকর্ষনের কথা ভেবে পরে অনুমোদন দেয়া হয়। বাড়িটির সামনের জায়গায় পর্যটকদের বসার ব্যাবস্হা রয়েছে।
http://i.imgur.com/uCo2V.jpg
http://i.imgur.com/iuUwN.jpg
http://i.imgur.com/R7fHz.jpg
http://i.imgur.com/jjo7G.jpg
http://i.imgur.com/ixRoo.jpg

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন