Navigation Menu

শুক্রবার, ১৭ মে, ২০১৩

বিচিত্র মানুষের শখ

Fusion Man
বিচিত্র মানুষের শখ। শখের বসে ও রেকর্ড করার জন্য মানুষ কতো কিছুই না করেন। সুইজারল্যান্ডের পাইলট Yves Rossy ঠিক তেমনই একজন। তিনি একমাত্র মানব যিনি সর্ব প্রথম নিজ দেহে জেট পাওয়ার (ইন্জিন) ও পাখা লাগিয়ে প্লেনের মতো উড়তে সক্ষম হয়েছেন। তাই ডাক নামে তাকে Jet Man/Rocket Man বলেই সবাই ডেকে থাকেন। ঠিক প্লেনের মতো তিনি অতিক্রম করেছেন দীর্ঘ পথ। ২০০৮ সালের ২৬শে সেপ্টেম্বর সর্ব প্রথম তিনি এই পদ্ধতিতে ২৯৯ কি:মি:/ঘন্টা গতিতে ৯ মিনিট ৮ সেকেন্ড ভ্রমন করেন। পরবর্তীতে এভাবে তিনি দুইটি দেশের (মরক্কো-স্পেন) মধ্যেও ভ্রমন করেন।
http://i.imgur.com/LJDRz.jpg
http://i.imgur.com/h0WYe.jpg
http://i.imgur.com/f1Xfu.jpg

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন