Navigation Menu

সোমবার, ১০ জুন, ২০১৩

বিচিত্র খবর

বিচিত্র খবর

* ১০০ বছর আগেও বোর্নিওতে মানুষের মাথার খুলি মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো।

* বিড়াল ১০০ রকম শব্দ করতে পারে। আর কুকুর পারে মাত্র ১০ রকম।

* বাচ্চা বিড়াল চোখ বন্ধ অবস্থায় জন্মায়। ৭ থেকে ১৪ দিন এভাবে চোখ বন্ধ অবস্থাতেই থাকে।

* পৃথিবীর প্রাণীদের মধ্যে ৮০ ভাগই হচ্ছে পোকামাকড়।

* প্রাচীনকালে গ্রিক ও রোমানরা শুকনো তরমুজকে মাথার হেলমেট হিসেবে ব্যবহার করত।

* চোখ খুলে হাঁচি দেখা সম্ভব নয়। আয়নায় চেষ্টা করে দেখা যেতে পারে!

* শিশুরা কথা বলতে শিখলেই নানান প্রশ্ন করে। একটি ৪ বছরের শিশু প্রতিদিন গড়ে ৪৩৭টি প্রশ্ন করে।

* বিগত চার হাজার বছর মানুষ নতুন কোনো প্রাণীকে পোষ মানাতে পারেনি।

* প্রত্যেক মানুষের হাতের ছাপের মতো জিহ্বার ছাপও পুরোপুরি আলাদা। কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই।

* মাথা কাটা পড়লেও তেলাপোকা বেঁচে থাকে কয়েক সপ্তাহ! ওই কয়দিন কিভাবে সে খানাপিনা করে কে জানে?

* উড়ার সময় বাদুড় সবসময় বামদিকে মোড় নেয়, কখনো ডানদিকে যায় না।

 

 

 

* কাঠবিড়ালীরা পিছু হটতে পারে না। মানে পেছন দিকে যেতে চাইলেও পুরো উল্টা ঘুরে তারপর ওদেরকে পেছন দিকে যেতে হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন