Navigation Menu

সোমবার, ১০ জুন, ২০১৩

সেরা কুঁড়েঘর-২০১২

 

 

 
সেরা কুঁড়েঘরের জন্য ব্রিটেনে প্রতি বছরই পুরস্কার দেয়া হয়। সেই ধারাবাহিকতায় এবার ২০১২ সালে এ পুরস্কার পেয়েছে শ্রপশায়ারের শিউজবারির একটি ছাউনি ঘর অর্থাৎ কুঁড়েঘর।
 
কুঁড়েঘরটি আসলে একটি পানশালা। তবে পানশালাটি তৈরি করতে জন প্লামব্রিজ লেগেছে টানা চার বছর। এ পানশালার স্থানটি আগে জঙ্গলে আবৃত ছিল। জঙ্গলের গাছপালার মধ্যেই এর মালিক ধীরে ধীরে ছাউনিটি তৈরি করেছেন।
 
প্লামব্রিজ বলেন, তার ছাউনি ঘরটি পানশালায় রূপান্তরিত করার পর এটি জনপ্রিয় হয়ে উঠতে থাকে। পারিবারিক অনুষ্ঠানগুলোর পাশাপাশি বন্ধু-বান্ধবরাও নানা ধরনের ছোট ছোট অনুষ্ঠান করে থাকে এই কুঁড়েঘরে।
 
মজার ব্যাপার হলো, জঙ্গলাবৃত এ ছোট কুঁড়েঘরে ৫০০ রকম বিয়ার, ১১০ রকমের আপেলের রসজাত মদসহ বিভিন্ন রকম পানীয় রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন