Navigation Menu

সোমবার, ১০ জুন, ২০১৩

২৫ মিনিটে দড়ি বেয়ে হেঁটে নায়াগ্রা পার

 

 ১৬ জুন 2012 : মাত্র ২৫ মিনিটে আমেরিকা ও কানাডাকে বিভক্তকারী নায়াগ্রা জলপ্রপাতের ওপর দিয়ে দড়ি বেয়ে হেঁটে নিক ওয়ালেন্দা নামে এক ব্যাক্তি পার হয়েছেন।

৩৩ বছর বয়সী এই আমেরিকানের নেশা-পেশা দড়ি বেয়ে হাঁটা। কিন্তু তিনি যে এমন কীর্তি গড়বেন, তা হয়তো কেউ ভাবতে পারেনি। শুক্রবার রাত সোয়া ১০টায় সাড়ে পাঁচশ’ মিটার দীর্ঘ নায়াগ্রা জলপ্রপাত দড়ির ওপর দিয়ে হেঁটে পার হন।

স্থানীয় গণমাধ্যমের খবর, প্রথম দিকে নিক আস্তে-ধীরে হাঁটা শুরু করেন। কিন্তু শেষ দিকে একেবারে দৌঁড়ে পার হয়েছেন। আমেরিকা অংশ থেকে হাঁটা শুরু করেন নিক। এসময় আবহাওয়া ভালো থাকলেও ছিলো বেশ কুয়াশা। এজন্য হাঁটতে তাকে বেশ বেগ পেতে হয়।

২৫ মিনিটে জলপ্রপাত পার হয়ে কানাডায় পৌঁছালে তাকে স্বাগত জানায় দুই সীমান্তরক্ষী। তারা পাসপোর্ট দেখতে চাইলে হেসে নিক বলেন,বিশ্বাস করুন  আমার সাথে আর কিছু নিয়ে আসার মতো ছিল না।

নায়াগ্রা পার হওয়ার আগে নিক তার কোমরের সাথে একটি দড়ি বেঁধে নেন, যাতে পড়ে গেলে অন্তত তার জীবন বাঁচতে পারে। তবে সেটাও এবিসি নিউজ কর্তৃপক্ষের জোরাজুরিতে। নিকের কথা, আমার গায়ে অতিরিক্ত ওজন হলে আমি হাঁটতে পারবো না।

নিকের এই কীর্তি দেখতে আগে থেকে জড়ো হয় উৎসুক জনতা। আগে থেকে জায়গা দখলের জন্য চেয়ার পেতে রাখে অনেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন