Navigation Menu

সোমবার, ১৫ জুলাই, ২০১৩

বিশ্বের সবচেয়ে সুন্দর ও বিস্ময়কর পাঁচটি জলপ্রপাত

বিশ্বের সবচেয়ে সুন্দর ও বিস্ময়কর পাঁচটি জলপ্রপাত । চলুন এদের সম্পর্কে একটু জানি -

১। ইগুয়াজু জলপ্রপাত : ইগুয়াজু জলপ্রপাতটি দক্ষিণ আমেরিকা মহাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে অবস্থিত । এটিতে ১.৬৭ মাইল লম্বা ইগুয়াজু নদী থেকে ২৭৫ টি ধারায় জল পতিত হয় । শক্তিশালী জল পতন সম্বলিত ইউ আকৃতির এ জলপ্রপাতটিকে ' দা ডেভিলস থ্রট ' বলা হয় । আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্ট এ জলপ্রপাতটি প্রকৃতির এক অসাধারণ উপহার । তুলনামূলকভাবে এটি খুব বেশি উঁচু নয় । এর সবচেয়ে বড় জলপতনের দৈর্ঘ্য ২৬৯ ফুট । সম্প্রতি পৃথিবীর নতুন প্রাকৃতিক সপ্তাশ্চর্য মনোনয়নের ফাইনাল তালিকায় স্থান পেয়েছে ।

২। কাইটার জলপ্রপাত : দক্ষিণ আমেরিকার আমাজোনের গুয়ানা পার্বত্য অঞ্চলে অস্থিত এ জলপ্রপাতটি প্রকৃতির আর একটি সুন্দর উপহার । এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জলপ্রপাত গুলোর একটি । এর রয়েছে অস্বাভাবিক উচ্চতা এবং চিত্তকর্ষক পানির আধার । পর্যটকরা এর চারপাশ ঘেরা রেইন ফরেস্টের মধ্যকার বিভিন্ন প্রজাতির গাছ ও বন্য প্রাণী দেখেও মুগ্ধ হয় ।

৩। রাইন জলপ্রপাত : এটি হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় জলপ্রপাত । উত্তর সুইজারল্যান্ডের যেখান দিয়ে রাইন নদী প্রবাহিত এই জলপ্রপাতটি সেখানে অবস্থিত । কথিত আছে প্রায় ১৫০০০ বছর আগে এর উৎপত্তি । এটি ৪৯২ ফুট প্রশস্ত এবং ৭৫ ফুট উঁচু ।

৪। নায়াগ্রা জলপ্রপাত : নায়াগ্রা জলপ্রপাত উত্তর আমেরিকার সবচেয় শক্তিশালী জলপ্রপাত এবং পৃথিবীর সুন্দরতম জলপ্রপাতের একটি । এটি বিশাল জলরাশি নিয়ে আমেরিকার সবচেয়ে পুরেনা পার্ক , ' দা নায়াগ্রা রিজারভেশন পার্কে অবস্থিত যার কিছু অংশ কানাডার ওন্টারিওতে পড়েছে । চারটি বিখ্যাত হ্রদের (সুপিরিয়র, মিশিগান, হারন ও ইরাই) পানি নায়াগ্রা নদীতে পড়ার পর তা ওন্টারিও হ্রদে পতিত হয় । পৃথিবীর ফ্রেস ওয়াটারের পাঁচ ভাগের এক অংশ এখান থেকে সাপ্লাই হয় ।

৫। ইয়োসেমাইট জলপ্রপাত : এটি আমেরিকার সবচেয় উঁচু জলপ্রপাত । এটি ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাদা পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত । এটি ২৪২৫ ফুট উঁচু এবং সবচেয়ে বড় জলপতন ১৪৩০ ফুট লম্বা ।

আপনারাও এই সুন্দর সুন্দর জলপ্রপাত গুলো দেখে আসতে পারেন । ধন্যবাদ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন