Navigation Menu

সোমবার, ১৫ জুলাই, ২০১৩

সবচেয়ে সুন্দর নদী


‘’কানু ক্রিস্টিয়াল রিভার ‘’ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর নদী। নদীটি কলম্বিয়াতে। এই নদীর তলদেশে পাথর বিছানো । নদীর মধ্যে দেখা যায় ৫টি রং । হলুদ , নীল , সবুজ , কাল এবং লাল। রঙ গুলি কোন কোন সিজনে একেবারে গাঢ় রঙ ধারন করে। আবার কোন কোন সিজনে হালকা রঙ ধারন করে। তবে সবচেয়ে গাঢ় রঙ ধারণ করে বৃষ্টির সিজনে।
সেই অপূর্ব সুন্দর নদীর আরও কিছু ছবি।









ছবি ও তথ্য – ইন্টারনেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন