Navigation Menu

বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৩

পৃথিবীর সবচেয়ে বড় কিছু জিনিস


নেটে ঘুরতে ঘুরতে নানান সময় নানান ধরনের মজার ছবি চোখে পড়ে। এর কোন কোনটি হয়তো সুন্দর, রহস্যময় বা উদ্ভট। কখনো ইচ্ছে করে সবার সাথে তা শেয়ার করি। তাই আজ আপনাদের সাথে শেয়ার পৃথিবীর সবচেয়ে বড় করছি জিনিসের ছবি।

১। সুইমিংপুল
largest1.jpg
প্রথিবীর সবচেয়ে বড় ইনডোর সুইমিংপুল Alberta, এটি কানাডায় অবস্থিত। ৫ একর জায়গা দখল করে আছে এটি।

2। সপিং মল
largest3.jpg
Gross Leasable হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সপিং মল, যা ৭.১ মিলিয়ন স্কয়ার ফিট জায়গা জুড়ে এর বিস্তিতি।

3। স্টেডিয়াম
largest13.jpg
পৃথিবীর সবচেয়ে ব্যায়বহুল স্টেডিয়ামটি হচ্ছে New Wembley Stadium, ইংল্যান্ডের রাজধানী লন্ডনে গেলে দেখতে পাবেন একে। ১.৬ বিলিয়ন ডলার ব্যয়ে তৈরি এই স্টেডিয়ামের ধারন ক্ষমতা ৯০,০০০।

4। হোটেল
Burj-Al-Arab-15.jpg
বিশ্বের একমাত্র ৭ তারা হোটেলটি হচ্ছে দুবাইয়ের Burj Al Arab Hotel, পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল হোটেল এটি।

5। ফ্লাই অভার
largest14.jpg
পৃথিবীর সবচেয়ে প্যাচালো ফ্লাই অভার রয়েছে টেক্সাসে। ১০টি হাইওয়ে এসে নিজেদের মাঝে ইন্টার চেঞ্জ করেছে এই প্যাচালো ফ্লাই অভারের মাধ্যমে।

6। এ্যাক্সেভেটর
largest15.jpg
দুনিয়ার সবচেয়ে বড় দানব আকৃতির এ্যাক্সেভেটর (Excavator) টি। তৈরি করেছে KRUPP নামের জারমানির প্রতিষ্ঠান। এটির ওজন ৪৫,৫০০টন, উচ্চতা ৯৫ মিটার আর লম্বায় মাত্র ২১৫ মিটার।

7। মূর্তি
corcovado_statue01_2005-03-14.jpg
সর্বোচ্চ স্টেচু বা মূর্তি হচ্ছে Christ The Redeemer Statue, এটি ব্রাজীলে আবস্থিত পৃথিবীর সবচেয়ে উঁচু মূর্তি।

8। অফিস কম্পেক্স
largest2.jpg
আমেরিকার Chicago Merchandise Mart হচ্ছে পৃথিবির সবচেয়ে বড় অফিস কম্পেক্স।

9। হোটেল
mgm-grand-hotel-review.jpg
পৃথিবীর সবচেয়ে বড় হোটেল আমেরিকার লাস ভেগাসের MGM Grand Hotel, হোটেলটিতে ৬,২৭৬টি রুম রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন